গ্রীষ্মকালের এই সময়ে ঝড়বৃষ্টি হয় খুব, ঘূর্ণিঝড়ের কবলেও পড়তে হয়। আর ঝড়বৃষ্টিতে ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয় সবার। তাই এসময় সুরক্ষিত থাকতে এবং প্রয়োজনীয় জিনিসপত্র ঠিক রাখতে নেওয়া দরকার বাড়তি সতর্কতা। তাতে ক্ষতির হাত থেকে রক্ষা পাওয়া যায়। জেনে নিন, ঝড়বৃষ্টি হলে সুরক্ষিত থাকবেন কীভাবে-
ঝড়বৃষ্টির সময় বাড়িতে থাকলে
- বৃষ্টির শুরু হওয়ার সঙ্গে সঙ্গে প্রথমেই এসি, টিভি, রেফ্রিজারেটর, মাইক্রোওয়েভ ওভেন, গিজার, কম্পিউটারের প্লাগ খুলে রাখুন। অন্যথায় চালু থাকা এসব ইলেকট্রনিক পণ্য নষ্ট হওয়ার পাশাপাশি ঘটাতে পারে ভয়াবহ অগ্নিকাণ্ড।
- এ সময় কোনো অবস্থায়ই বৈদ্যুতিক ডিভাইসে চার্জ দেবেন না। এতেও ডিভাইসটি নষ্ট হওয়াসহ ঘটতে পারে অগ্নিকাণ্ডের ঘটনা।
- প্রবল বৃষ্টিপাতের সময় বৈদ্যুতিক জিনিসের সামনে অবস্থান করবেন না। এমনকি এসময় মোবাইল ফোনে কথা বলা থেকেও বিরত থাকুন। বৃষ্টিপাতের অন্তত এক ঘণ্টা পর পরিবেশ স্বাভাবিক হয়ে এলে এসব ডিভাইসের বিদ্যুৎ সংযোগ চালু করতে পারেন।
- এসময়ে ঝড়বৃষ্টি হওয়ার আশংকা থেকেই থাকে তাই আগেই বাড়ির ছাদে বা আশপাশে এমন কোনও জিনিস রাখবেন না, যা উড়ে গিয়ে কারও আঘাত লাগতে পারে।
- ঝড়ের সময় অনেকেরই আম কুড়াতে বাইরে যান। এতে বিপদ বাড়বে। যেকোন সময় গাছের ডাল ভেঙ্গে পরে আঘাত পেতে পারেন এমনকি বজ্রপাতের কবলেও পতে পারেন। তাই ঝড় শুরু হলে বাইরে গিয়ে বিপদ ডেকে আনবেন না।
- ঝড়বৃষ্টি শুরু হলে অনেক সময়েই বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তাই মোবাইল, ল্যাপটপ, এমার্জেন্সি লাইটে আগে থেকে চার্জ দিয়ে রাখুন। তাই আগে থেকেই নির্দিষ্ট স্থানে রাখতে পারেন মোমবাতি, দিয়াশলাই, টর্চ, চার্জলাইট, প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম বা ফার্স্ট এইড বক্স।
- এ সময় বারান্দা বা জানালার কাছে অবস্থান করা থেকে বিরত থাকুন। কেননা, হঠাৎ বজ্রপাতে দুর্ঘটনা ঘটতে পারে। তাই এ সময় শিশু ও বৃদ্ধদের দিকে বিশেষ নজর দিন।
- বাড়িতে জরুরি ওষুধ, শুকনো খাবার ও বিশুদ্ধ পানি মজুত রাখুন।
- ঝড়ের সময় যদি জরুরি প্রয়োজনে বের হতেই হয়, অন্তত রবারের জুতো পরে বের হন। পানি জমে থাকলে সে জায়গা এড়িয়ে যান কারণ ঝড়ে অনেক সময় বৈদ্যুতিক তার ছিড়ে রাস্তায় পানি তে পড়ে থাকতে পারে এতে দুর্ঘটনা ঘটতে পারে।
প্রাকৃতিক বিপর্যয় যেহেতু সবসময় বলেকয়ে আসে না তাই বাসা থেকে বের হওয়ার সময় বাড়ির সমস্ত বৈদ্যুতিক জিনিসপত্রের প্লাগ খুলে রেখে দেবেন। দরজা-জানলা খুব ভালো করে বন্ধ করে যাবেন। ছাদে বা বারান্দায় ফুলের টব থাকলে অবশ্যই তা ঘরের মধ্যে রেখে যাবেন। কারণ, ঝড় বৃষ্টিতে শুধু যে গাছপালা নষ্ট হবে তা নয়, ঝড়ে টব উড়ে কারও মাথায় পড়ে বিপদ ঘটতে পারে।
ঝড়বৃষ্টির সময় বাইরে থাকলে
- ঝড়বৃষ্টির সময় যদি বাড়ির বাইরে থাকেন, তবে খোলা স্থান বা রাস্তায় না থেকে কোনো নিরাপদ স্থান বা দোকানে অবস্থান করুন।
- রাস্তায় খোলা তার (ক্যাবল) দেখলে তাতে হাত না দিয়ে স্থানীয় প্রশাসনকে খবর দিন।
- এ সময় গাড়ি চালানো একেবারেই উচিত নয়। প্রবল বৃষ্টির মধ্যে রাস্তার পাশে নিরাপদ জায়গা দেখে গাড়ি থামিয়ে দিন এবং মোটরসাইকেলে থাকলে নিরাপদ জায়গায় অবস্থান করুন।
- প্রবল বৃষ্টির মধ্যে রাস্তা পারাপার হবেন না। কেননা, প্রবল বৃষ্টিপাতের সময় সবকিছু ঝাপসা অনুভূত হয়। প্রবল বৃষ্টিতে রাস্তাও পিচ্ছিল হয়ে যায়। তাই অপেক্ষা করুন বৃষ্টিপাত বন্ধ না হওয়া পর্যন্ত।