বর্তমানে ইলেকট্রিক কেটলির চাহিদা অনেকখানি বেড়েছে। চটজলদি পানি গরম হওয়া এবং এক জায়গা থেকে অন্য জায়গায় সহজে বহন করা যায় বলেও এর ব্যবহার বেড়েছে খুব। তবে দীর্ঘদিন ধরে কাজ করলে কেটলিতে পানির দাগ পড়ে। পানির দাগ তোলা সহজ কিছু না। এ ক্ষেত্রে কিছু কৌশল অবলম্বন করতে পারেন। যেমন-
কেটলির অর্ধেক পরিমাণ পানি নিয়ে এতে পাতিলেবুর রস মিশিয়ে দিন। লেবুর খোসাটিও টুকরা করে কেটে পানির মধ্যে দিয়ে ১০-১৫ মিনিট ফুটিয়ে নিন। এরপর বিদ্যুৎ-সংযোগ বিচ্ছিন্ন করে কিছুক্ষণ ওইভাবে রেখে দিন। তারপর পানিটা ফেলে আবারও সাধারণ পানি দিয়ে আরো ১০ মিনিট ফুটিয়ে নিন। এভাবে করলে দাগ উঠে যাবে।
কেটলির গায়েও পানির দাগ তুলতে শুকনো স্পঞ্জের মধ্যে বেকিং সোডা, সামান্য ভিনেগার (ভিনেগার বেশি হওয়া যাবে না) নিয়ে হালকা হাতে একটু ঘঁষলেই কেটলির বাইরের দিকটা পরিষ্কার করে ফেলা যাবে। তবে এভাবে ধোয়ার সময় খেয়াল রাখতে হবে কেটলির গা বেয়ে ওই তরল যেন কোনোভাবেই বিদ্যুৎ সংযোগের জায়গায় না পৌঁছায়।