ঈদ মানেই আনন্দ, উৎসব এবং পরিবারের সঙ্গে মিলিত হওয়ার এক অনন্য সুযোগ। ঈদ উপলক্ষে লাখ লাখ মানুষ শহর থেকে গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। তবে ঈদ যাত্রা অনেক সময় দুর্ঘটনা, যানজট, চুরি-ডাকাতি, প্রতারণা, অসাবধানতা ও দুর্ভোগে পরিণত হয়। তাই ঈদ যাত্রাকে নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় এবং ঝুঁকিমুক্ত করতে প্রয়োজন সঠিক পরিকল্পনা ও সতর্কতা।
আগাম টিকিট নিশ্চিত করুন
বাস, ট্রেন বা লঞ্চে ভ্রমণের জন্য আগে থেকেই টিকিট কেটে রাখা ভালো। দালাল ও টাউটদের প্রতারণা এড়াতে নির্ভরযোগ্য কাউন্টার থেকে টিকিট কেনার চেষ্টা করুন। অনলাইনে টিকিট বুকিং করলে অতিরিক্ত ভিড় এড়ানো সম্ভব।
সঠিক ভ্রমণের সময় নির্ধারণ করুন
ট্রাফিকের চাপ কমাতে অফিস ছুটির আগে বা পরে যাত্রার পরিকল্পনা করতে পারেন। সকালের দিকে যাত্রা করলে দুর্ঘটনার ঝুঁকি কম থাকে এবং যানজট তুলনামূলকভাবে কম হয়।
যানবাহন নির্বাচন ও নিরাপত্তা নিশ্চিত করুন
বাস, ট্রেন, লঞ্চ ও বিমান যাত্রায় সতর্কতা থাকুন।সরকার অনুমোদিত বাস কোম্পানি, ট্রেন ও লঞ্চ পরিষেবা ব্যবহার করুন। অতিরিক্ত যাত্রীবাহী যানবাহন পরিহার করুন, কারণ এটি দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়। নৌযানে যাত্রার ক্ষেত্রে লাইফ জ্যাকেট পরার ব্যবস্থা আছে কি না, তা নিশ্চিত করুন।
ব্যক্তিগত গাড়িতে ভ্রমণের সতর্কতা
গাড়ির ইঞ্জিন, ব্রেক, টায়ার, লাইট ও তেল পরীক্ষা করুন। দীর্ঘ পথের জন্য একজন বিকল্প চালকের ব্যবস্থা রাখা ভালো। রাতের বেলা যাত্রা এড়িয়ে চলুন, কারণ রাতে দুর্ঘটনার সম্ভাবনা বেশি।
রাস্তার নিরাপত্তা ও যানজট এড়ানো
অতিরিক্ত চাপের সময় যাত্রা এড়িয়ে যান। অফিস ছুটির পরপরই যাত্রার সময় যানজট বেশি থাকে, তাই বিকল্প সময় বেছে নিন। বিকল্প রুট ব্যবহার করতে পারেন, যাতে প্রধান সড়কের অতিরিক্ত চাপ এড়ানো যায়।
আইন মেনে চলুন
অতিরিক্ত গতিতে গাড়ি চালাবেন না। রাস্তা পারাপারের সময় সাবধান থাকুন এবং ট্রাফিক নিয়ম মেনে চলুন। বাস বা ট্রেনের ছাদে ভ্রমণ করা বিপজ্জনক, এটি এড়িয়ে চলুন।
চুরি, প্রতারণা ও ছিনতাই থেকে সাবধানতা
মোবাইল, টাকা-পয়সা ও গয়না সতর্কতার সঙ্গে রাখুন। ব্যাগে জিপারযুক্ত পকেট ব্যবহার করুন এবং ব্যাগটি শরীরের কাছাকাছি রাখুন। অপরিচিত ব্যক্তির কাছ থেকে খাবার বা পানীয় গ্রহণ করবেন না, এতে চেতনানাশক দ্রব্য থাকতে পারে।
জাল টিকিট ও প্রতারণা এড়ানো
নির্ভরযোগ্য সূত্র থেকে টিকিট কিনুন এবং জাল টিকিট বিক্রেতাদের থেকে দূরে থাকুন। পরিবহনের অতিরিক্ত ভাড়ার বিষয়ে সতর্ক থাকুন এবং সরকার নির্ধারিত ভাড়ার তালিকা দেখে নিন।
স্বাস্থ্য ও নিরাপত্তা ব্যবস্থা
ওষুধ ও প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে রাখুন। যাত্রার সময় মাথাব্যথা, সর্দি-কাশি, বমিভাব ও গ্যাসের ওষুধ সঙ্গে রাখুন। প্রয়োজনীয় খাবার ও বিশুদ্ধ পানি বহন করুন, যাতে রাস্তার অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলা যায়।
কোভিড-১৯ ও অন্যান্য রোগ প্রতিরোধ ব্যবস্থা
এখনও সংক্রমণের ঝুঁকি এড়াতে হাত ধোয়া, স্যানিটাইজার ব্যবহার ও মাস্ক পরা জরুরি। গরমকালে হিটস্ট্রোক এড়াতে পর্যাপ্ত পানি পান করুন এবং সরাসরি রোদ এড়িয়ে চলুন।
শিশু ও প্রবীণদের জন্য বিশেষ সতর্কতা
শিশুদের চোখের আড়াল করবেন না, তাদের হাতে পরিচয়পত্র বা ঠিকানা লেখা কাগজ দিন। শিশুদের ব্যস্ত স্থানে একা রাখবেন না এবং তাদের খাবার-পানীয় সঙ্গে রাখুন। বয়স্ক বা অসুস্থ ব্যক্তিদের আরামের জন্য বিশেষ ব্যবস্থা নিন। প্রয়োজন হলে হুইলচেয়ার বা সহায়কের ব্যবস্থা করুন।
বিকল্প যোগাযোগ ব্যবস্থা ও জরুরি নম্বর সঙ্গে রাখুন
মোবাইল ফোন চার্জ করে রাখুন এবং পাওয়ার ব্যাংক সঙ্গে নিন। পরিচিতজনের ফোন নম্বর কাগজে লিখে রাখুন, যাতে ফোন হারিয়ে গেলে যোগাযোগ করা যায়। জরুরি নম্বর সংরক্ষণ করুন
ঈদের সময় ফেরার পথের পরিকল্পনা
ঈদের ছুটির শেষে সবাই একসঙ্গে ফিরে আসার চেষ্টা করে, এতে ভিড় বাড়ে। তাই আগেভাগে পরিকল্পনা করুন। বিকল্প পরিবহন ব্যবস্থা চিন্তা করুন, যাতে শেষ মুহূর্তে বিপদে না পড়েন।
অতিরিক্ত মালপত্র বহন না করা
অপ্রয়োজনীয় জিনিসপত্র বহন করলে যাত্রা কঠিন হয়ে যায়, তাই কেবল প্রয়োজনীয় সামগ্রী সঙ্গে নিন।
মনে রাখবেন, পরিবার ও প্রিয়জনদের সঙ্গে ঈদ উদযাপন করতে হলে অবশ্যই নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।