আজই তো উপযুক্ত দিন মনের গোপনে পুষে রাখা কথাটি প্রিয় মানুষটিকে বলে ফেলার। কারণ, আজ যে প্রপোজ ডে। আজ প্রপোজ করুন, আসছে ফাগুনে সঙ্গীর সাথে উপভোগ করুন বসন্ত। তবে ‘সহজ কথা যায় না বলা সহজে’। তাই বলে যে প্রকাশ করবেন না, তা তো হয় না। কিভাবে কথোপকথন শুরু করবেন ভাবছেন—
- শুভেচ্ছা বিনিময় করুন প্রথমেই। কোনো সুখবর থাকলে সেটি দিয়ে ফেলুন।
- হতে পারে চকলেট কিংবা ফুল অথবা তার প্রিয় কোনো জিনিস হাতে তুলে দিন।
- বলতে পারেন, তোমাকে নিয়ে সারাক্ষণ ভাবনায় ডুবে থাকতেই আমার ভালো লাগে।
- মুখে হাসি রাখুন প্রতিটি সময়। আর ভাবুন যার সাথে দেখা না হলেই কষ্ট হয়। যাকে নিয়ে আপনি জীবন কাটাবেন ভাবছেন, তাকে আজ আপনি চিরকাল সাথে থাকার আহ্বান করতে যাচ্ছেন। তাই সাহস ও আত্মবিশ্বাস রাখুন।
- কোনো দ্বিধা না রেখে বলে ফেলুন, আমি তোমাকে ভালোবাসি।
- খুব সাধারণ ও সাবলীলভাবে বলে ফেলুন আজ প্রপোজ ডে। আমি তোমাকে প্রপোজ করছি। আশা করি, তুমি আমার সাথে থাকবে।