• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

পেঁপে-মধুর লাচ্চি বানাবেন যেভাবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৮, ২০২৩, ০৩:৫২ পিএম
পেঁপে-মধুর লাচ্চি বানাবেন যেভাবে

এই গরমে স্বস্তি পেতে বানিয়ে নিন এক গ্লাস পেঁপে-মধুর লাচ্চি। খুব কম সময়ে তৈরি করা যায় এই শরবত। চলুন জেনে নিই প্রণালি—

যা যা লাগবে

  • পেঁপে কিউব ২ কাপ
  • টকদই ১ কাপ
  • মধু ২-৩ টে চামচ
  • চিনিস্বাদমতো
  • লেবুর রস১ টে চামচ
  • ঠান্ডা পানি পরিমাণমতো

যেভাবে বানাবেন
পরিমাণমতো পানি দিয়ে সব উপকরণ একসঙ্গে ব্লেন্ড করে নিন। হয়ে গেলো পেঁপে-মধুর লাচ্চি। এবার গ্লাসে ঢেলে ওপরে এক টুকরো বরফ দিয়ে পরিবেশন করুন।

Link copied!