১৯ অক্টোবর, নতুন বন্ধু দিবস। হলিডে ক্যালেন্ডারের তথ্যানুযায়ী, ২০০৬ সালে যুক্তরাষ্ট্রে দিনটির আনুষ্ঠানিক চল হয়। আজকের এই দিনে নতুন বন্ধুর সঙ্গে সময় কাটাতে পারেন। কিংবা নতুন বন্ধু বানিয়ে নিন। তবে বন্ধু বানাবো বললেই তো হয় না, চাই বন্ধু বানানোর দক্ষতা। তবে কিছু বিষয় খেয়াল রাখলে বন্ধু বানানোর কাজটা কঠিন হয় না। যেমন-
- কেউ তো আর আপনার কাছে এসে বলবে না চলো বন্ধু হই। কেউ কেউ হয়ত বলে তবে তার সঙ্গে আগে পরিচিত হতে হবে। সেই পরিচয়ের জন্য সুযোগ সৃষ্টি করতে হবে আপনাকেই। তাই এলাকাই কোন ক্লাব, সংগঠন থাকলে সেখানে যোগ দিন। তখনই নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয়ের সুযোগ সৃষ্টি হয়। আর সেখান থেকেই তৈরি হবে বন্ধুত্ব।
- নিজে যে রকম সে ধরণের কাজে সঙ্গে যুক্ত থাকতে পারেন। এতে বন্ধু পাওয়া সহজ। যেমন স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা মানুষের প্রতি আপনার মমত্ববোধ আছে। সেক্ষেত্রে আপনিও কোন সেচ্ছাসেবক দলের সঙ্গে যুক্ত হতে পারেন।
- কোথাও গেলে সারাক্ষণ চুপচাপ বসে না থেকে কথা বলুন। আশেপাশের লোকজনের সঙ্গে কথা বললে তাদের বুঝা যায় জানা যায়। তাই যোগাযোগ দক্ষতা বাড়ান।
- অনেকেই আছেন সামাজিক অনুষ্ঠানগুলোতে যেতে চান না। এই অভ্যাস থাকলে বাদ দিন। সামাজিক অনুষ্ঠানগুলো বন্ধু বাড়ানোর সুযোগ তৈরি করে। অনেক মানুষের সঙ্গে পরিচয় করায়। সেখান থেকেই হয়ত আপনি আপনার বন্ধুকে খুঁজে পাবেন।
- কোথাও যাওয়ার সময় না থাকলেও আপনি যেখানে কাজ করছেন যেখানে দীর্ঘ সময় কাটাচ্ছেন সেখানে আপনার সহকর্মীদের সঙ্গে বন্ধুত্ব করতে পারেন। কারণ আপনি একটা বড় সময় তাদের সঙ্গে থাকেন। তাই এই সহকর্মীদের বন্ধু বানানোর চেষ্টা করা যৌক্তিক। অফিস শেষে তাদের সঙ্গে আড্ডা দিন, কোথাও বেড়াতে যাওয়ার পরিকল্পনা করুন।
- বন্ধু বানাবো এরকম বললেই হয় না, সময় দিতে হয়। যাকে মনে হয় আপনার ভালো বন্ধু হবার মতো তাকে সময় দিন। দেখবেন একসময় নতুন নতুন বন্ধু তৈরি হবে।