• ঢাকা
  • শুক্রবার, ১১ অক্টোবর, ২০২৪, ২৬ আশ্বিন ১৪৩১, ৭ রবিউস সানি ১৪৪৬

পূজায় নারকেল-গুড়ের সন্দেশ বানাবেন যেভাবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১১, ২০২৪, ০২:৩৯ পিএম
পূজায় নারকেল-গুড়ের সন্দেশ বানাবেন যেভাবে
ছবি : সংগৃহীত

পূজার খাবার মানেই সুস্বাদু-মুখরোচক সব আয়োজন। নানান রকমের নিরামিষ খাবারের সঙ্গে মিষ্টি তো থাকবেই। আর হাতে বানানো মিষ্টি জাতীয় খাবারের তুলনা হয় না। গুড় থাকায় স্বাস্থ্যকরও। তাই বানিয়ে নিন নারকেল-গুড়ের সন্দেশ-

যা যা লাগবে

  • নারকেল কুরা ২ কাপ
  • এক কাপ আখের গুড়
  • সন্দেশের ছাঁচ।

যেভাবে বানাবেন
আগে থেকে কুরিয়ে রাখা নারকেল নিয়ে গুড়ের সঙ্গে অল্প পানিতে মেখে চুলায় দিতে হবে। অল্প আঁচে ক্রমাগত নেড়ে মিশ্রণটিকে বাদামি করে ফেলতে হবে।

নারকেল ও গুড়ের মিশ্রণ চুলাতেই পিষে নিতে হবে। এরপর তা কড়াই থেকে উঠিয়ে সঙ্গে সঙ্গে ছাঁচে ফেলে সন্দেশ বানিয়ে নিন আপনাদের পছন্দমতো।

এরপর খোলা জায়গায় রেখে শুকিয়ে নিলেই হয়ে যাবে গুড়-নারকেল সন্দেশ।

Link copied!