• ঢাকা
  • বুধবার, ১১ ডিসেম্বর, ২০২৪, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ৯ জমাদিউস সানি ১৪৪৬

বাড়িতেই বানিয়ে নিন ময়েশ্চারাইজার


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৪, ০৬:২৩ পিএম
বাড়িতেই বানিয়ে নিন ময়েশ্চারাইজার
ছবি: সংগৃহীত

শীতের শুষ্ক আবহাওয়ায় ত্বক হয়ে উঠে রুক্ষ। শরীরে পানির অভাব হলে ত্বক হয়ে পড়ে অনাদ্র। ফলে ত্বক তার স্বাভাবিক ঔজ্জ্বলতা হারায়। তাই শীতে ত্বকের যত্নে ময়েশ্চারাইজার অপরিহার্য। এক্ষেত্রে বাড়িতেই বানিয়ে নিতে পারেন ময়েশ্চারাইজার।

গ্লিসারিন, মধু, লেবুর রস দিয়েই বানানো যায় ময়েশ্চারাইজার। ময়েশ্চারাইজার ত্বরেক আদ্রতা বাড়ায়। এটি ত্বকে অ্যান্টি অক্সিডেন্ট জোগান দেয়। যার কারণে ত্বক দূষণ মুক্ত থাকে। এবং ত্বক হয়ে উঠে উজ্জ্বল। চলুন, বানানোর পদ্ধতি দেখে নেই-

প্রথমে তিন চা চামচ গ্লিসারিন ও দুই চা চামচ মধু নিন। অন্যদিকে একটি কাপে সামান্য পানি নিয়ে তাতে দুই চা চামচ গ্রিন টি ভিজিয়ে রাখুন। গ্রীন টি ভেজানো পানি গ্লিসারিন ও মধুর মিশ্রণে দিয়ে দিন। এরপর এর সঙ্গে এক চা চামচ লেবুর রস নিন।

এবার সবক’টি উপকরণ খুব ভাল ভাবে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। মসৃণ পেস্টটি একটি কাচের পাত্রে ঢেলে মুখ ঢেকে রাখুন। হয়ে যাবে ময়েশ্চারাইজার।

কাচের বোতলে মিশ্রণটি রেখে যেকোনও সময়ে ওই মিশ্রণ হালকা হাতে ত্বকে লাগিয়ে নিন।

Link copied!