• ঢাকা
  • রবিবার, ১৬ মার্চ, ২০২৫, ২ চৈত্র ১৪৩০, ১৬ রমজান ১৪৪৬

ঈদ কেনাকাটায় বেডশিট পছন্দ করবেন যেভাবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১৬, ২০২৫, ০৮:২৩ পিএম
ঈদ কেনাকাটায় বেডশিট পছন্দ করবেন যেভাবে
ছবি: সংগৃহীত

ঈদের আগে শপিংয়ে ব্যস্ত সময় কাটছে। নিজের ও পরিবারের জন্য ঈদ উপহার কেনা হচ্ছে। সেই সঙ্গে ঘর সাজানোর জন্যও বাড়তি প্রস্তুতি থাকে। ঈদে ঘরের পরিবেশকে নতুন করে সাজাতে টুকিটাকি কেনা হয়। সবার আগে কেনা হয় বেডশিট বা বিছানার চাদর। তবে বেডশিট নির্বাচন করার সময় অনেকের বিভ্রান্তি হয়। কোন ধরণের বেডশিট কিনবেন, কোন রং পছন্দ করবেন তা বুঝে উঠতে পারে না। ঈদের আগে বেডশিট কিনতে ঘরের আকার, থিম, দেয়ালের রং এবং ফার্নিচারের সঙ্গে সামঞ্জস্য রয়েছে কিনা তা দেখে কিনুন। চলুন নতুন বিছানার চাদর কেনার আগে যে বিষয়গুলো খেয়াল রাখা জরুরি, তা জেনে নেই।

ঘরের আকার অনুযায়ী বেডশিট বেছে নিন

ঘরের আকার অনুযায়ী বেডশিট নির্বাচন করুন। ছোট এবং বড় ঘরের জন্য বেডশিটের ডিজাইন, রং এবং প্যাটার্ন ভিন্ন হয়। ছোট ঘরের জন্য হালকা রঙের বেডশিট বেছে নিন। হালকা নীল, ক্রিম, পেস্টেল পিংক বা সাদা রঙের বেডশিট কিনতে পারেন। বড় ঘরের জন্য গাঢ় রঙের এবং বোল্ড প্যাটার্নের বেডশিট নির্বাচন করুন। গাঢ় নীল, মারুন, এমারাল্ড গ্রিন বা চকোলেট ব্রাউন রঙের বেডশিট বড় ঘরের জন্য উপযোগী। ফ্লোরাল প্রিন্ট বা এথনিক ডিজাইনের বেডশিট কিনতে পারেন।

থিম অনুযায়ী বেডশিট কিনুন

শোবার ঘরের থিম অনুযায়ী বেডশিট নির্বাচন করুন। প্রতিটি থিমের জন্য ভিন্ন রং এবং ডিজাইনের বেডশিট কিনতে হয়। ঘর মডার্ন স্টাইলে সাজানো হলে সলিড কালার বা জ্যামিতিক নকশার বেডশিট কিনুন। সাদা, কালো, ধূসর বা মেটালিক শেডের বেডশিট এই থিমের সঙ্গে ভালো লাগবে। ট্রাডিশনাল বা ক্লাসিক থিমের ঘরের জন্য ফ্লোরাল প্রিন্ট, এথনিক নকশা বা রিচ টেক্সচারের বেডশিট কিনুন। নেভি ব্লু বা গোল্ডেন ইয়েলো ট্রাডিশনাল থিমের সঙ্গে যাবে। সূতি বা সিল্কের মতো প্রাকৃতিক ফেব্রিকের বেডশিট কিনতে পারেন। ঘর যদি বোহো স্টাইলের হয় তবে রঙিন এবং প্যাটার্নযুক্ত বেডশিট বেছে নিন। টাই-ডাই ইফেক্ট বা হ্যান্ডব্লক প্রিন্টের বেডশিট ভালো মানাবে। টেরাকোটা, অলিভ গ্রিন বা মুস্তার্ড ইয়েলো এই থিমের সঙ্গে ভালো যাবে।

দেয়ালের রং বুঝে বেডশিট কিনুন

দেয়ালের রং দেখে বেডশিট কিনুন। ঘরের দেয়াল হালকা রঙের হলে বোল্ড এবং ভাইব্রেন্ট রঙের বেডশিট কিনুন। হালকা রঙের দেয়ালের সঙ্গে গাঢ় নীল, এমারাল্ড গ্রিন বা ডিপ পার্পল রঙের বেডশিট ভালো মানাবে। কনট্রাস্টিং রঙের বেডশিটও কিনতে পারেন। গাঢ় রঙের দেয়ালের সঙ্গে হালকা রঙের বেডশিট বেছে নিন। সাদা, বেইজ বা পেস্টেল শেডের বেডশিট কিনতে পারেন।

ফার্নিচার অনুযায়ী বেডশিট কিনুন

ঘরের ফার্নিচার অনুযায়ীও বেডশিট নির্বাচন করা জরুরি। কাঠের ফার্নিচারের সঙ্গে প্রাকৃতিক রং এবং টেক্সচারের বেডশিট বেছে নিন। বেইজ, ক্রিম, ট্যান বা অলিভ গ্রিন রঙের বেডশিট কিনতে পারেন। লিনেন বা সূতির মতো প্রাকৃতিক ফেব্রিক বেছে নিন। মেটালিক ফার্নিচারের জন্য মডার্ন এবং স্টাইলিশ বেডশিট নির্বাচন করুন। সাদা, কালো বা ধূসর রঙের বেডশিট কিনতে পারেন। জ্যামিতিক নকশা বা মেটালিক শেডের বেডশিটও ভালো মানাবে।  ম

পর্দার সঙ্গে মিলিয়ে বেডশিট কিনুন

ঘরের পর্দা সঙ্গে মিলে রেখেও বেডশিট কিনতে হবে। পর্দা ও বেডশিটের রং, ডিজাইন এবং টেক্সচারে মিল থাকলে ঘর আকর্ষণীয় হবে। পর্দা একটি নির্দিষ্ট রঙের হলে বেডশিট নির্বাচনের সময় সেই রঙের হালকা বা গাঢ় শেড বেছে নিন। পর্দা গাঢ় নীল রঙের হলে বেডশিট হালকা নীল বা আকাশী নীল রঙের কিনুন। কনট্রাস্টিং রং বেছে নিতে পারেন। পর্দা গাঢ় সবুজ রঙের হলে বেডশিটের জন্য গোল্ডেন ইয়েলো বা টেরাকোটা রং দেখে কিনুন। ঘরের পর্দা নিউট্রাল রঙের হলে বেডশিট যেকোনো রঙের কিনতে পারেন।

Link copied!