ত্বকের ব্ল্যাকহেড্স দূর করবেন যেভাবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ২০, ২০২৪, ০৪:১৩ পিএম
ত্বকের ব্ল্যাকহেড্স দূর করবেন যেভাবে
ছবি: সংগৃহীত

আমাদের ত্বকের লোমকূপগুলো তেল-ময়লা জমে বন্ধ হয়ে যায় তখনই দেখা দেয় ব্ল্যাকহেডস। আমাদের মুখের ত্বকের সৌন্দর্য নষ্ট করে এই ব্ল্যাকহেডস। নাকের উপর, দুই পাশে, থুতনিতে গুটি গুটি ব্ল্যাকহেড্‌সে ছেয়ে যায়। নানা কারণে এই সমস্যা হতে পারে। আবার ঘরোয়া উপায়ে এই সমস্যা দূরও করা যায়। চলুন দেখে নেই কীভাবে ব্ল্যাকহেডস দূর করবেন-

  • ত্বকের ভিতর থেকে মৃত কোষ টেনে বার করতে পারে চিনি। চিনি দিযে স্ক্রাব বানিয়ে মুখের ব্ল্যাকহেডস দূর করতে পারেন। এক্ষেত্রে  আধ চা চামচ চিনির সঙ্গে এক চামচ নারকেল তেল অথবা আমন্ড অয়েল বা জোজোবা অয়েল মিশিয়ে নিন। এই মিশ্রণ ভাল করে ত্বকে মালিশ করতে হবে ৫ মিনিট ধরে। এর পর মিনিট ১৫ রেখে পরিষ্কার জলে মুখ ধুয়ে ফেলুন। এভাবে সপ্তাহে ২-৩ দিন মুখ ধুলে মুখের ত্বক পরিষ্কার থাকবে।
  • মধু ত্বকের জন্য অত্যন্ত উপকারী। তাই ত্বকের ব্ল্যাকহেডস দূর করতে আক্রান্ত অংশে ভাল করে মধু মাখিয়ে রাখুন। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। এই মধু ত্বককে কোমল রাখে আর লোমকূপকে রাখে সংকুচিত। ফলে ব্ল্যাকহেডস নিরাময় হয়, নতুন ব্ল্যাকহেডস হয় না।
  • ব্ল্যাকহেডস দূর করতে বেকিং সোডা কার্যকর। এক্ষেত্রে ২ টেবিল চামচ বেকিং সোডা পানির সঙ্গে মিশিয়ে যে যে জায়গায় ব্ল্যাকহেডস আছে সেখানে ম্যাসাজ করুন। দূর হবে ব্ল্যাকহেডস।
  • টি ট্রি তেলে যেমন থাকে অ্যান্টিঅক্সিড্যান্ট তেমনি তার আছে অ্যান্টিব্যাক্টেরিয়াল গুণ। ত্বকের যে কোনও সংক্রমণ, দাগছোপ, ব্রণ-ফুস্কুড়ির সমস্যা দূর করতে পারে টি ট্রি অয়েল। এ ক্ষেত্রে প্রথমে হালকা গরম পানিতে ভাল করে মুখ ধুয়ে নিন। শুকনো করে মুছে তুলোয় করে টি ট্রি অয়েল নিয়ে গালের যেখানে ব্ল্যাকহেড্‌স হয়েছে সেখানে লাগিয়ে রাখতে হবে। তবে এসেনশিয়াল অয়েল সরাসরি ত্বকে লাগালে যদি কোনও সমস্যা হয়, সে জন্য নারকেল তেল বা আমন্ড অয়েলে মিশিয়ে নিতে পারেন। মিনিট ১৫ রেখে মুখ ধুয়ে ফেলতে হবে।
  • ত্বকের যত্নে অ্যালোভেরার ব্যবহার বেশ কার্যকরী। ব্ল্যাকহেডস দূর করতেও কাজ করে অ্যালোভেরা। অ্যালোভেরার পাতা থেকে জেল বের করে নিয়ে যেখানে ব্ল্যাকহেডস আছে, সেখানে ভালোভাবে লাগাতে হবে। শুকিয়ে গেলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিন। এভাবে প্রতিদিন ব্যবহার করতে পারলে ব্ল্যাকহেডস দূর হবে, পাশাপাশি বাড়বে ত্বকের উজ্জ্বলতা। তবে কারও কারও ত্বকে অ্যালোভেরা ব্যবহার করলে অ্যালার্জি দেখা দিতে পারে। এমন কোনো সমস্যা হলে অ্যালোভেরা এড়িয়ে চলুন।
Link copied!