• ঢাকা
  • রবিবার, ১২ জানুয়ারি, ২০২৫, ২৮ পৌষ ১৪৩০, ১২ রজব ১৪৪৬

স্বল্প খরচে বিয়ে করবেন কীভাবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৫, ০৩:১২ পিএম
স্বল্প খরচে বিয়ে করবেন কীভাবে
সূত্র: সংগৃহীত

বিয়ে নিয়ে সবারই স্বপ্ন থাকে। বড় আয়োজন করে বিয়ে করাতেও থাকে কত পরিকল্পনা। তবে অনেকের কাছে এটা অহেতুক খরচ। বিয়ের উৎসবে এত বড় আয়োজন করা অনেকের সাধ্যের মধ্যেও হয় না। কিন্তু বর্তমান সময়ে স্বল্প খরচে বিয়ে একটি বড় চ্যালেঞ্জিং। বিয়ের আনুষঙ্গিক খরচই হয় নানা ধরনের। যা পূরণ করতে গিয়ে অনেক পরিবারকে বিপাকে পড়তে হয়। তাই সঠিক পরিকল্পনা, সাশ্রয়ী সিদ্ধান্ত এবং মৌলিক বিষয়গুলোর দিকে মনোযোগ দিলে কম খরচে বিয়ে করা সম্ভব।

পরিকল্পনা ও বাজেট তৈরি করুন

সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো, বিয়ের জন্য একটি সঠিক বাজেট তৈরি করুন। বিয়ের খরচ বিভিন্ন দিক থেকে বাড়তে পারে। যেমন স্থান, খাবার, পোশাক, গহনা, মেহমানের সংখ্যা, মেকআপ ইত্যাদি। আপনার পরিবারের আর্থিক পরিস্থিতি বুঝে একটি নির্দিষ্ট বাজেট তৈরি করুন এবং সেই অনুযায়ী খরচগুলো  পরিকল্পনা করুন। যদি আপনি বাজেটটি মেনে চলেন, তবে খরচ নিয়ন্ত্রণ করা সহজ হবে।

সময় নির্বাচন

বিয়ের সময়ও অনেক কিছু নির্ভর করে। সাধারণত বিয়ের মৌসুমে অনেক বেশি খরচ হয়। এই সময়ের মধ্যে ভেন্যু, ফটোগ্রাফার, কেক, খাবারের দাম অনেক বেশি থাকে। অফ-পিক সিজনে বা কিছুটা কম  জনপ্রিয় দিনে বিয়ে করার চেষ্টা করুন। এতে আপনি অনেক খরচ বাঁচাতে পারবেন।

প্রফেশনালদের না নেওয়া

বিয়ের অনেক কাজ আছে, যা আপনি নিজেও করতে পারেন। কিছু কাজ নিজে করলে প্রফেশনালদের ফি বাঁচানো যায়। আপনার পরিবারের সদস্যরা বা বন্ধুরা যদি সাহায্য করেন, তবে এটি খরচ কমানোর আরও একটি বড় সুযোগ।

অগ্রিম বুকিং করা

যত তাড়াতাড়ি আপনি বিয়ের সব বিষয় স্থির করবেন, ততই খরচ কমানোর সুযোগ থাকবে। যেমন, হোটেল বা ভেন্যু আগে থেকে বুক করলে অনেক সময় ডিসকাউন্ট পাওয়া যায়। এ ছাড়া সরঞ্জাম বা সজ্জা নিয়ে অগ্রিম চুক্তি করলে অনেক খরচ বাঁচানো যায়।

মেহমানের সংখ্যা কমানো

বিয়েতে অতি-সামাজিক হওয়ার চাপ থাকলেও, মেহমানের সংখ্যা যতটা সম্ভব কম রাখা উচিত। অনেক পরিবার অনেক বেশি মেহমান আমন্ত্রণ করে। যা খরচ বাড়িয়ে দেয়। শুধু কাছের বন্ধু এবং পরিবারের সদস্যদের আমন্ত্রণ জানানো হলে খরচ অনেক কমবে। খরচের বড় অংশটাই খাবার এবং মেহমানদের জন্য অন্যান্য ব্যবস্থা। তাই মেহমানের সংখ্যা কমালে খরচও কমে যাবে।

সুন্দর স্থান নির্বাচন

বিয়ের জন্য বড় এবং বিলাসবহুল জায়গা নির্বাচন না করে ছোট, সুন্দর এবং সাশ্রয়ী কোনো স্থান বেছে নিন। বাড়ির পারিবারিক এলাকা, একটি গার্ডেন বা একটি কম দামি হোটেলও হতে পারে ভালো বিকল্প। স্থান নির্বাচন করা খরচ কমানোর জন্য অন্যতম একটি পদক্ষেপ।

সস্তা পোশাক নির্বাচন

বিয়ের পোশাকের দাম অনেক সময় অত্যধিক হতে পারে। তবে আপনি কিছু সাশ্রয়ী এবং সুন্দর পোশাকও খুঁজে পেতে পারেন। পোশাক তৈরি করার জন্য স্থানীয় ডিজাইনারদের সঙ্গে কথা বলতে পারেন। এ ছাড়া ইন্টারনেট বা বাজারে বিভিন্ন সেল ও অফারে সাশ্রয়ী পোশাক পাওয়া যায়। পোশাকের ব্যাপারে কিছুটা সৃজনশীলতা দেখালেও খরচ কমবে।

গয়না-সাজসজ্জা

সোনার গয়না, বিয়ের বাজেটে একটি বড় খরচ হয়ে দাঁড়ায়। সোনার পরিবর্তে, আপনি রুপার বা অ্যালুমিনিয়ামের গহনা ব্যবহার করতে পারেন। এছাড়া, হালকা গহনাও পরতে পারেন। মেকআপ এবং সাজসজ্জার জন্যও বাজেটের মধ্যে দক্ষ প্রফেশনাল মেকআপ আর্টিস্ট নির্বাচন করা যেতে পারে।

খাবার ও কেক

খাবারের খরচও বিয়ের বাজেটের একটি বড় অংশ। কত ধরণের খাবার থাকবে এবং কী ধরনের মেনু তৈরি করা হবে তা নির্ধারণ করুন। খাবারের পরিমাণ এবং বৈচিত্র্য নির্ধারণ করার সময় মনে রাখবেন, সবাই যেন খেতে পারে। অপ্রয়োজনীয় খাবারের পরিমাণ বাড়িয়ে খরচ না বাড়াবেন না। কেকের জন্যও আপনি একটি ছোট এবং সিম্পল ডিজাইন বেছে নিতে পারেন। কম খরচে যা দেখতে সুন্দর হবে।

ফুলের সাজসজ্জা

বিয়ের ফুলের সাজসজ্জা একটি বড় খরচ। সস্তা এবং সুন্দর ফুলের ব্যবহার করে সাজসজ্জা করতে পারেন। স্থানীয় ফুল বাজার থেকে সস্তা ফুল কেনার চেষ্টা করুন এবং সৃজনশীলভাবে তা সাজাতে পারেন। এছাড়া কাপড়ের বা কৃত্রিম ফুল ব্যবহার করেও সাজানো সম্ভব। 

সামাজিক মাধ্যমের সাহায্য নেওয়া

বর্তমানে সামাজিক মাধ্যমে অনেক কিছু সহজেই করা সম্ভব। বিয়ের ছবি ও ভিডিওের জন্য আপনি প্রফেশনাল ফটোগ্রাফার না নিয়ে, কেবল একজন দক্ষ ফটোগ্রাফার নিয়োগ করতে পারেন। যিনি কম খরচে আপনাকে ভালো ছবি তুলতে সাহায্য করবেন। এছাড়া বন্ধু বা আত্মীয়ের মধ্যে যদি ভিডিওগ্রাফি ও ফটোগ্রাফির কাজ জানেন, তবে তাদের সাহায্য নিন।

Link copied!