• ঢাকা
  • মঙ্গলবার, ০১ এপ্রিল, ২০২৫, ১৮ চৈত্র ১৪৩০, ১ শাওয়াল ১৪৪৬

ঈদের সাজ-পোশাক কেমন হবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ৩০, ২০২৫, ০৪:২৭ পিএম
ঈদের সাজ-পোশাক কেমন হবে

ঈদ মানেই আনন্দ, উৎসব, আর পরিবার-বন্ধুদের সঙ্গে সময় কাটানোর বিশেষ মুহূর্ত। এ দিনে পোশাক, সাজসজ্জা ও সৌন্দর্যচর্চা এক বিশেষ গুরুত্ব বহন করে। ঈদের দিনে সবাই নিজেকে সুন্দর ও আকর্ষণীয় দেখাতে চয়। তাই পোশাক থেকে শুরু করে মেকআপ, চুলের স্টাইল ও অ্যাক্সেসরিজ—সবকিছুতেই থাকতে হবে সামঞ্জস্য ও রুচিশীলতা।

পোশাক নির্বাচন

ঈদের দিনে পোশাকের ক্ষেত্রে আরামদায়ক ও ফ্যাশনেবল কিছু বেছে নেওয়া জরুরি। ঐতিহ্যবাহী ও ট্রেন্ডি লুক পেতে আনারকলি, পালাজো সেট বা সরু পায়জামার সঙ্গে কুর্তা দারুণ অপশন হতে পারে। যারা ক্লাসিক ও গ্ল্যামারাস লুক চান, তারা সিল্ক, জর্জেট বা কটন শাড়ি পরতে পারেন। যারা ওয়েস্টার্ন ও ট্র্যাডিশনাল মিশ্রণে কিছু পরতে চান, তারা গাউন বা লং কুর্তির সঙ্গে পালাজো বা স্কার্ট বেছে নিতে পারেন।

ঈদে সাধারণত উজ্জ্বল ও নরম রঙের পোশাক বেশি জনপ্রিয় হয়। প্যাস্টেল শেড, গোল্ডেন, পিচ, স্কাই ব্লু বা মেটালিক কালার বেশ ভালো মানাবে।

পুরুষদের জন্য ঈদের ঐতিহ্যবাহী ও চিরায়ত পোশাক হলো পাঞ্জাবি। এর সঙ্গে চুড়িদার বা ধুতি দারুণ মানিয়ে যায়। যারা একটু জমকালো ও রাজকীয় লুক চান, তারা কোর্টের সঙ্গে শেরওয়ানি বেছে নিতে পারেন। আরামদায়ক ও ক্যাজুয়াল লুকের জন্য সুতির ফতুয়া ও জিন্স বেশ জনপ্রিয়।
নীল, সাদা, ক্রিম, অফ-হোয়াইট, প্যাস্টেল কালার ও সোনালি-রুপালি বর্ডার দেওয়া পোশাক ঈদের জন্য মানানসই।

মেকআপ লুক
ঈদের দিনে ত্বক সতেজ ও উজ্জ্বল রাখতে মেকআপের পাশাপাশি স্কিন কেয়ারও গুরুত্বপূর্ণ। ঈদের সকালে মেকআপ দীর্ঘস্থায়ী করতে আগে প্রাইমার ব্যবহার করুন। তারপর হালকা ফাউন্ডেশন বা বিবি ক্রিম লাগান, যাতে ত্বক স্বাভাবিক দেখায়।স্মোকি আই মেকআপ বা শিমারি আইশ্যাডো দিয়ে চোখ আকর্ষণীয় করতে পারেন। আইলাইনার ও মাসকারা ব্যবহার করে চোখের সৌন্দর্য বাড়ান।ড্রেসের সঙ্গে মানানসই হালকা বা উজ্জ্বল রঙের লিপস্টিক ব্যবহার করুন। প্যাস্টেল শেড, ম্যাট বা গ্লসি লিপস্টিক জনপ্রিয় হতে পারে। গালে হালকা ব্লাশ ও হাইলাইটার ব্যবহার করলে মুখে একটা উজ্জ্বল ভাব আসবে।

অন্যদিকে পুরুষরা ঈদের আগে ত্বকের যত্ন নিতে নিয়মিত ফেসওয়াশ ও ময়েশ্চারাইজার ব্যবহার করুন। ঈদের দিন শেভ করা বা দাড়ি ঠিকঠাক করে সাজানো উচিত। সুগন্ধী বা বডি স্প্রে ব্যবহার করুন, যা দীর্ঘক্ষণ ফ্রেশ অনুভূতি দেবে।

হেয়ারস্টাইল 
নারীরা খোলা চুলের স্টাইলের জন্য ওয়েভি বা কার্লি লুক ভালো মানাবে। খেজুর খোঁপা বা ব্রেইডেড হেয়ারস্টাইল করে সাজে ভিন্নতা আনতে পারেন।হিজাব পরলে সেটির সঙ্গে ম্যাচিং অ্যাক্সেসরিজ ব্যবহার করতে পারেন।

পুরুষরা চুল ছাঁটতে চাইলে ঈদের আগে একবার ট্রিম করে নিতে পারেন। হেয়ার জেল বা সেটিং স্প্রে ব্যবহার করে স্মার্ট লুক আনা যায়।

অ্যাক্সেসরিজ ও পারফিউম
নারীরা কানের দুল, গলার চেইন ও হাতের চুড়ি পরতে পারেন। ওয়েস্টার্ন পোশাকের সঙ্গে মিনিমাল অ্যাক্সেসরিজ ভালো মানাবে। মানানসই ব্যাগ ও জুতার দিকে নজর দিন। হাই হিল বা ফ্ল্যাট স্যান্ডেল বেছে নিতে পারেন।

পুরুষরা হাতঘড়ি, ব্রেসলেট বা রিং পরতে পারেন।মানানসই বেল্ট ও চামড়ার জুতা বা লোফার ভালো দেখাবে। ঈদের দিনে সুগন্ধী গুরুত্বপূর্ণ, তাই ভালো মানের পারফিউম বা আতর ব্যবহার করুন।

ঈদে শিশুদের সাজ
শিশুদের জন্য ঈদের পোশাক হওয়া উচিত আরামদায়ক ও উজ্জ্বল রঙের। মেয়েদের জন্য লেহেঙ্গা, ফ্রক বা সালওয়ার কামিজ ভালো মানাবে।  আর ছেলে শিশুদের জন্যে কুর্তা-পাজামা বা পাঞ্জাবি মানানসই হবে।

Link copied!