• ঢাকা
  • শুক্রবার, ০৩ জানুয়ারি, ২০২৫, ১৮ পৌষ ১৪৩০, ৩ রজব ১৪৪৬

বর্ষায় ঘরের মেঝে জীবাণুমুক্ত রাখবেন কীভাবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ৩০, ২০২৪, ০৭:৪৯ পিএম
বর্ষায় ঘরের মেঝে জীবাণুমুক্ত রাখবেন কীভাবে
ছবি: সংগৃহীত

টানা বৃষ্টি পড়ছে মানেই বাইরে পানি কাদায় পরিপূর্ণ। আর বাইরে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই কাদাপানি চলে আসে ঘরে। সঙ্গে আসে জীবণুও। সেখান থেকে সংক্রমণের ভয়ও থাকে। তাই বর্ষায় মেঝে পরিষ্কারের ক্ষেত্রে দরকার বাড়তে যত্ন। চলুন জেনে নেই বর্ষায় ঘরের মেঝে জীবাণুমুক্ত রাখার উপায়-

ভিনেগার
ভিনেগার এক ধরনের প্রাকৃতিক জীবাণুনাশক। সামন্য ভিনেগার বালতির পানিতে ঢেলে দিন। এই পানি দিয়ে মেঝে পরিষ্কার করুন। জীবাণুর ভয় কমে যাবে। তবে অনেকেই এই ভিনিগারের গন্ধ সহ্য করতে পারেন না। তাই পানিতে ভিনেগার মেশানোর সময়ে কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিতে পারেন।

লেবুর রস
স্বাস্থ্য সচেতন অনেকেই সকালে গরম পানি ও তার মধ্যে লেবুর রস মিশিয়ে পান করে থাকেন। কিন্তু এর পাশাপাশি লেবুর একটি অন্য গুণও আছে। লেবুর রস জীবাণুনাশক হিসেবে ব্যবহার করা যায়। তাই মেঝে পরিষ্কারের সময় লেবুর রসও ব্যবহার করতে পারেন।

বেকিং সোডা
মেঝে জীবাণুমুক্ত করার আরও একটি উপাদান হল বেকিং সোডা। আধ বালতি গরম পানিতে এক চামচ বেকিং সোডা এবং কয়েক ফোঁটা এসেনশিয়াল অয়েল মিশিয়ে দু’বার মুছে নিলেই মেঝে একেবারে ঝকঝক করবে।

Link copied!