• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঈদের দিন ঘর সাজাবেন যেভাবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জুন ১৭, ২০২৪, ০৭:২৩ এএম
ঈদের দিন ঘর সাজাবেন যেভাবে
ছবি: সংগৃহীত

ঈদ মানেই খাওয়া দাওয়া, ঘুরে-বেড়ানো, অতিথি আপ্যায়ন। যদিও ঈদুল আজহার মূল আয়োজন পশু কোরবানিকে কেন্দ্র করে তারপরও ঈদের দিন বাড়িতে মেহমানের আনাগোনা তো থাকবেই।  তাই ঈদের দিন সকালেই ঘর সাজিয়ে গুছিয়ে নিন ভিন্ন সাজে।

  • প্রথমেই ঘরের দেয়াল, কর্নার এবং আসবাবপত্রের ধুলা ঝাড়া মোছা করে নিন। 
  • যেহেতু এখন গরম, তাই ঘরের পরিবেশ ঠান্ডা রাখতে গাছ রাখতে পারেন। এতে পুরো ঘরের সৌন্দর্যই পাল্টে যাবে।
  • প্রতিদিনের ব্যবহৃত চাদর বাদ দিয়ে নতুন চাদর বিছিয়ে দিন। তবে গরমের কথা মাথায় রেখে বিছানায় পরিষ্কার হালকা রঙের চাদর বিছাতে পারেন। 
  • সোফা ঝেড়ে পরিষ্কার করার পাশাপাশি সোফার কুশন কভার বদলে নিতে পারেন। সাথে ঘরের পর্দাও । 
    ফুলদানিতে কিছু তাজা ফুল সাজিয়ে নিন। দেখলেই মনটা সতেজ লাগবে। ফুল সতেজ রাখার জন্য ফুলদানির পানিতে একটি অ্যাসপিরিন ট্যাবলেট ছেড়ে দিন। 
  • ঈদের দিনে খাবার টেবিলের সাজ পায় বিশেষ গুরুত্ব। মজার মজার খাবার সাজানো হবে যে টেবিলে, সেটারও সাজসজ্জা হওয়া চাই উৎসব উপযোগী। এক্ষেত্রে টেবিলে একটু উজ্জ্বল ও গাঢ় রঙের ম্যাট ও রানার সুন্দর লাগবে। টেবিল ক্লথ বাছাইয়ের ক্ষেত্রে সাদা রঙের পরিবর্তে উষ্ণ রং বেছে নিতে পারেন।
  • ঘরে সুগন্ধির ব্যবহার করতে পারেন। সুগন্ধিযুক্ত মোমবাতি অথবা ডিফিউজার ব্যবহার করতে পারেন। এতে ঘরের পরিবেশ প্রশান্তিদায়ক মনে হবে।
Link copied!