• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৭ রবিউস সানি ১৪৪৬

কালীপূজায় ঘর সাজাবেন যেভাবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ৩০, ২০২৪, ০৫:৩৫ পিএম
কালীপূজায় ঘর সাজাবেন যেভাবে
ছবি : সংগৃহীত

উৎসব এলেই ঘর সাজানোর একটা ধুম পড়ে যায়। একেক উৎসবে একেক রকম করে ঘর সাজাতে পছন্দ করেন অনেকেই। সামনে কালিপূজা, তার কয়েকদিন পরই আবার ভাইফোঁটা। আর পর পর এই দুই উৎসবে ঘর সাজিয়ে তুলুন নিজের পছন্দমতো। তাই দেখে নিন কালীপূজায় ঘর সাজাবেন যেভাবে-

  • চাইলে ঘরের রঙ পাল্টে নিতে পারেন পছন্দের রঙে। কারণ কালীপূজায় সকলে আলো দিয়ে ঘর সাজান। সেজন্যে যে সব রঙে আলো জ্বালালে ঘরের আমেজ পাল্টাবে সেরকম রঙ ঘরে দিতে পারেন। এক্ষেত্রে যে কোনও হালকা রং যেমন প্যাস্টেল হলুদ বা গোলাপি, ঘিয়ে অথবা সাদা বা উজ্জ্বল রং ঘরের দেয়ালে দিতে পারেন। এতে ঘরটি আরও উজ্জ্বল এবং খোলামেলা দেখাবে।
  • পূজা উপলক্ষ্যে ঘরকে সাজিয়ে তুলুন ওয়াল প্লেট দিয়ে। পূজার থিম অনুযায়ী একেক ঘরে বিশেষ করে ড্রইং রুম বা ডাইনিং রুমে একেক রকম ওয়াল প্লেট দিয়ে ঘর সাজাতে পারেন।
  • কালী পূজার জন্য ঘরের রঙের সঙ্গে মানানসই ইলেক্ট্রিক আলো কিনতে পারেন। ঘরের সঙ্গে মানানসই আলো ঘরের শোভা বাড়ায়। এমনকি ঘরের বারান্দায়ও বিভিন্ন রঙের আলো লাগাতে পারেন।
  • রুচি ও পছন্দ অনুযায়ী ঘরের দেয়ালে ঘড়ি লাগাতে পারেন। বাজারে নানা ধরণের ঘড়ি পাওয়া যায়। কাঠের ফ্রেমের ঘড়িও দেয়ালে বেশ মানানসেই হয়।
  • ঘরের রঙের সঙ্গে মানানসই রঙের বিছানার কাভার লাগাতে পারেন। এমনকি ঘরের পর্দার রঙেও আনতে হবে ভিন্নতা। তাতেই না কালীপূজার সন্ধ্যা ঘর হবে উৎসবময়।
Link copied!