বর্ষাকালে স্বাভাবিক ভাবেই বাড়ি ঘর স্যাঁতসেঁতে থাকে। সঙ্গে ঘরের জিনিসপত্র গুলোও। আর সেগুলো যদি হয় চামড়ার তাহলে তো বাজে অবস্থা। কোন কারণে যদি ভিজে যায় চামড়ার জুতা বা ব্যাগ তাহলে বাজে গন্ধও হয়। তাই বর্ষাকালে এই চামড়ার জিনিসের বিশেষ ভাবে যত্ন নেওয়া দরকার।
- চামড়ার বেল্ট, ব্যাগ ভেজা অবস্থায় রাখবেন না। বর্ষাকালে আর্দ্রতা বেশি থাকায় ভেজা চামড়ার জিনিসে ছাতা ধরার আশঙ্কা থাকে। বিশেষ করে বর্ষাকালে এগুলো শুকনো কাপড় দিয়ে পরিষ্কার করে মুছে রাখুন। যাতে কোনও আর্দ্র ভাব না থাকে। জুতো রাখার জন্য শু ট্রি ব্যবহার করুন। চামড়ার জুতো বা ব্যাগ ভিজে গেলে সেগুলি কড়া তাপে বা ড্রায়ার দিয়ে শুকোবেন না।
- চামড়া জুতো বা ব্যাগ সুতির পরিষ্কার কাপড়ে মুড়িয়ে রাখার চেষ্টা করুন। বাড়িতে পুরনো সুতির কাপড় বা ধুতি থাকলে সেগুলি ব্যবহার করতে পারেন।
- চামড়ার ব্যাগ কখনও ভাঁজ করে রাখবেন না। ব্যাগ ফাঁকা থাকলে তার মধ্যে খবরের কাগজ ভরে রাখুন। এতে ব্যাগের আকার বা গঠন ঠিক থাকবে।
- বর্ষার পানিতে না ভিজলেও আর্দ্রতায় আমাদের পা ঘামে, সেই ঘামেও জুতোর মধ্যে স্যাঁতসেঁতে ভাব দেখা দেয়। বাজে গন্ধও হয়। ফলে নিয়মিত খবরের কাগজ বা টিস্যু পেপার দিয়ে জুতোর বাড়তি আর্দ্রতা শুষে না নিলে তাড়াতাড়ি ছাতা পড়ে নষ্ট হয়ে যেতে পারে।
- চামড়ার জিনিস হেয়ার স্প্রে, হেয়ার কালার সলিউশনের থেকে দূরে রাখুন। এতে স্পিরিট জাতীয় কেমিক্যাল থাকে যা লেদারের রং নষ্ট করে দেয়। এসব জিনিস দিন পনের অন্তর আলমারি থেকে বের করে আলো-হাওয়া পূর্ণ জায়গায় রাখুন।
- নিয়মিত পালিশ করে নিলে চামড়ার জিনিস বেশি দিন ভাল থাকে। তাই চামড়ার জুতো ব্যবহার করলে তা পালিশ করে নেওয়ার চেষ্টা করুন। যে দিন ময়লা হবে, সে দিনই পরিষ্কার করে নেওয়াও খুব জরুরি, তা না হলে পরে পরিষ্কার করা মুশকিল হতে পারে৷ শুকনো ব্রাশ দিয়ে ঝেড়ে নিলেও ধুলোময়লা জমতে পারবে না।
- চামড়ার জিনিসের জন্য হাওয়া খুব প্রয়োজনীয়। খোলা জায়গায় থাকলে চামড়ার জিনিসের মধ্যে দিয়ে বাতাস চলাচল করতে পারে, এতে জিনিস ভালো থাকে। কোনও বদ্ধ জায়গায় চামড়ার ব্যাগ বা বেল্ট ইত্যাদি রাখবেন না।