• ঢাকা
  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

সন্তানের বন্ধু হবেন যেভাবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ৭, ২০২৪, ০২:১০ পিএম
সন্তানের বন্ধু হবেন যেভাবে
ছবি: সংগৃহীত

সন্তানের ভালো করতে চাইলে সন্তানকে সুস্থ সুন্দর ভাবে বড় করতে চাইলে সন্তানের বন্ধু হয়ে উঠা জরুরি। নয়ত সন্তান কীভাবে সবার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পথ পাল্টে দিবে সেটা বুঝতেও পারেবেন না। তাই সন্তানের সুস্থ মানসিক বিকাশের জন্য সন্তানের বন্ধু হয়ে উঠুন। তবে বন্ধু হয়ে উঠবো বললেই তো আর বন্ধু হয়ে ওঠা যায় না। তবে কিছু বিষয় মেনে চললে  সহজেই সন্তানের বন্ধু হয়ে উঠতে পারবেন।

স্বতন্ত্র মানুষ হিসেবে সন্তানকে স্বীকার করা
আপনার সন্তানকে আপনি জন্ম দিলেও জন্মের পর সে একটা আলাদা মানুষ। আলাদা সময়ে জন্ম নেওয়া স্বতন্ত্র একজন মানুষ। ফলে তার পছন্দ-অপছন্দ, শখ, স্বাচ্ছন্দ, মতামত সবই আলাদা। আর এইটাই আপনাকে আগে স্বীকার করতে হবে। আপনি যদি তার উপর আপনার মত চাপিয়ে দেন তাহলে হবে না। তাকে স্বতন্ত্র মানুষ হিসেবে আপনি গ্রহণ করুন এবং তার এবিষয়গুলোকে সম্মান করুন। দেখবেন সে আপনার কাছে স্বাচ্ছন্দ বোধ করবে।

সন্তানের কথা শুনুন
আপনি পৃথিবীতে এসেছেন অনেক আগে, আপনার অভিজ্ঞতা এমনেতেই বেশি। আপনার সন্তার আপনার থেকে অনেক পরে পৃথিবী দেখেছে তাই তার কাছে সবকিছুই নতুন। আর এসব বিষয় হয়ত সে আপনার সঙ্গে শেয়ার করতে চাইবে । সেসব আপনাকে গুরুত্ব দিয়ে শুনতে হবে। তার উদ্বেগগুলো আপনার কাছে তুচ্ছ মনে হলেও সেগুলো মনোযোগ দিয়ে শুনুন। তাতে সে আপনার সঙ্গে সব শেয়ার করার প্রবণতা তৈরি হবে। তাতে সহজেই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে নিজেদের মধ্যে।

সন্তানের সব কাজে উৎসাহিত করুন
নিজের ইচ্ছা অনিচ্ছা সন্তানের উপর চাপিয়ে না দিয়ে তার কাজে উৎসাহিত করুন। হয়ত সে তার মতো করে তার জীবনকে সাজিয়ে নিতে চায়, সেখানে আপনার উৎসাহ পেলে তার কাজে সফল হওয়ার পথ সহজ হবে।

জড়িয়ে ধরুন
সম্পর্ক ভালো করতে পরস্পরকে জড়িয়ে ধরা খুব গুরুত্বপূর্ণ। তাই সন্তাকে মাঝেমধ্যেই জড়িয়ে ধরুন। কারণ আলিঙ্গন মস্তিষ্কের বিকাশে সহায়তা করে, অক্সিটোসিন ও সেরোটোনিনের মাত্রা বাড়ায়। সন্তানকে জড়িয়ে ধরলে সে নিরাপদ বোধ করবে। এতে দুজনের মধ্যে বন্ধুত্ব তৈরি হবে।

পছন্দ-অপছন্দকে মূল্য দেওয়া
আপনার নিজের সন্তানকে নিয়ে আপনার হয়ত অনেক পরিকল্পনা। পরিকল্পনা থাকতেই পারে। কিন্তু তাই বলে আপনি আপনার পরিকল্পনা অনুযায়ী সন্তানকে গড়ে তোলার চেষ্টা করলেই বিপদ। কারণ যখন তার পছন্দ অপছন্দের উপর গুরুত্ব না দেন তখন ধীরে ধীরে তার সঙ্গে দুরুত্ব তৈরি হবে। তাই সন্তানের পছন্দ অপছন্দকে মূল্য দিন।

একসঙ্গে সময় কাটান
যেকোন বন্ধুত্বে একসঙ্গে সময় কাটানো গুরুত্বপূর্ণ। আর সন্তানের বন্ধু হয়ে উঠার দুর্দান্ত উপায় হলো একসঙ্গে ভালো সময় কাটানো। সেক্ষেত্রে একসঙ্গে বই পড়তে পারেন, গেম খেলতে পারেন বা কোথাও থেকে ঘুরে আসতে পারেন।  সন্তানেরা সবসময়ই বাবা-মা সঙ্গে সময় কাটানো উপভোগ করে।

Link copied!