• ঢাকা
  • বুধবার, ০৮ জানুয়ারি, ২০২৫, ২৪ পৌষ ১৪৩০, ৯ রজব ১৪৪৬

মোটরসাইকেলের মোবিল কতদিন পর বদলাতে হবে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ৭, ২০২৫, ০৬:৪৭ পিএম
মোটরসাইকেলের মোবিল কতদিন পর বদলাতে হবে
সূত্র: সংগৃহীত

যানযটের শহরে একমাত্র ভরসা মোটরসাইকেল বা স্কুটি। প্রতিদিন কাজের ব্যস্ততায় ছুটাছুটি করতে হচ্ছে। দ্রুত সময়ের মধ্যে গন্তব্যে পৌঁছাতে মোটরসাইকেলই ভরসা। প্রিয় মোটরসাইকেল এখন অনেকেরই নিত্যসঙ্গী। মোটরসাইকেল বা স্কুটির ইঞ্জিন ভালো রাখতে মোবিল বদলানো জরুরি। কতদিন পর পর মোবিল বদলানো উচিত, জানেন কি।

আধুনিক মোটরসাইকেলে সেন্সর দেওয়া থাকে। মোবিল ফুরিয়ে এলে তা জানান দেয়। মোবিল বদলানোর সতর্কতা দিলেই শিগগিরই বদলে নিতে হবে। এতে মোটরসাইকেলের ইঞ্জিন দীর্ঘদিন ভালো থাকবে।

যদি সেন্সর না থাকে তবে মোটরসাইকেলে কিছু সমস্যা দেখে বুঝে নিতে হবে মোবিল বদলানোর সময় হয়েছে। ইঞ্জিন থেকে যদি অত্যধিক আওয়াজ আসে তাহলে দ্রুত মোবিল বদলে নেবেন। মোবিল অনেকদিন না বদলালে এই ধরনের আওয়াজ হয়।

মোবিল ফুড়িয়ে গেলে অনেক সময় বাইকের সাইলেন্সার থেকে কালো ধোঁয়া বের হতে থাকে। কালো ধোঁয়া বের হলেই বুঝবেন মোবিল বদলাতে হবে।

নতুন মোবিলের রং বাদামি হয়। যা দীর্ঘদিন ব্যবহারের কারণে কালো রং ধারণ করে। সেই সঙ্গে ঘনও হয়ে যায়। এক আঙুলে সামান্য মোবিল নিয়ে দেখুন। অন্য আঙুল দিয়ে ঘষে মোবিলের লুব্রিকেন্ট পরীক্ষা করে নিতে পারেন। এতে সহজেই বোঝা যাবে মোবিল বদলানোর সময় হয়েছে।

এছাড়াও মোবিলের লেভেল দেখার ব্যবস্থাও রয়েছে মোটরসাইকেলে। ইঞ্জিনের পাশে একটি ছোট ঘর থাকে। যদি সেই ঘর বা উইন্ডোতে দেখলে বোঝা যাবে মোবিলের লেভেল কমে এসেছে কিনা। যদি কমে আসে তাহলে বুঝবেন মোবিল বদলাতে হবে।

Link copied!