ত্বকের টানটান ও জেল্লাভাব ধরে রাখতে ফেসিয়াল করা জরুরি। ফেসিয়াল করলে ত্বক গভীরভাবে পরিস্কার হয়। যা সুন্দর, দাগছোপহীন ত্বকের অন্যতম শর্ত। ত্বককে ভালোভাবে পরিষ্কার করা এবং ত্বকের পুষ্টি যোগান দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। ফেসিয়াল এই দুটি চাহিদাই পূরণ করে। তাই বিশেষজ্ঞরা ফেসিয়াল করার পরামর্শ দেন।
ফেসিয়াল হলো একটি স্কিন কেয়ার ট্রিটমেন্ট। যা এক্সফোলিয়েশনের মাধ্যমে মরা চামড়া দূর করে। ত্বককে আর্দ্র রাখে। রক্ত সঞ্চালন ভালো হয়। ত্বকের জেল্লা ফিরে আসে।
সাধারণত মাসে একবার বা দুই মাসে একবার ফেসিয়াল করা হয়। কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, মাসে দুইবার অর্থাৎ প্রতি ১৫ দিনে একবার ফেসিয়াল করা ত্বকের জন্য উপকারী।
বিশেষজ্ঞরা জানান, ১৫ দিন পর পর ফেসিয়াল করলে ত্বক পরিষ্কার হয়। ত্বকের ছিদ্র পরিষ্কার হয় এবং মরা চামড়া দূর হয়। এছাড়াও ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডস দূর হয়। এতে ত্বক সুস্থ ও উজ্জ্বল থাকে।
বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী, ত্বক শুষ্ক হলে মাসে দু’বার ফেসিয়াল করালেই হাইড্রেশন পাওয়া যাবে।শুষ্ক ত্বকের ছিদ্র দ্রুত আটকে যায় বা হোয়াইটহেডস এবং ব্ল্যাকহেডস দেখা দেয়। তাই ১৫ দিন অন্তর একবার ফেসিয়াল করা জরুরি।