মেকআপে এখন কত প্রসাধনীর ব্যবহার বেড়েছে। মেকআপ শুরুর আগে কিছু প্রসাধনী লাগাতে হয়। আবার মেকআপ শেষ হলে কিছু প্রসাধনী মাখতে হয়। এরপরই মেকআপে পারফেক্ট লুক আসে। সোশ্যাল মিডিয়ার দুনিয়ায় এখন অনেক ধরণের প্রসাধনীর ব্যবহার দেখা যায়। এর মধ্যে একটি হলো লুব্রিক্যান্ট। বিউটি ব্লগাররা ইদানিং এই প্রসাধনীর ব্যবহার বেশি করছেন। যা দেখে অনুপ্রাণিত হচ্ছেন সাধারণরাও।
সাধারণ মেকআপ প্রাইমারের বদলে লুব্রিক্যান্ট ব্যবহার হয়। এটি বেশি কার্যকর, বলে দাবি বিউটি ব্লগারদের। কিন্তু এটি ত্বকের জন্য কতটা উপকারী জানেন?
মেকআপ শুরুর আগেই প্রাইমার লাগানো হয়। ত্বককে মসৃণ করতে এবং মেকআপকে দীর্ঘস্থায়ী রাখতে এটি লাগানো হয়। প্রাইমার ব্যবহারের পর ফাউন্ডেশন ব্লেন্ড করাও অনেক সহজ। লুব্রিক্যান্টের কাজও একইরকম। এটি সিলিকন ও পানি ভিত্তিক ফর্মুলাতে তৈরি হয়। তাই লুব্রিক্যান্ট মাখলে ত্বকে গ্লো আসে, ত্বক অনেক বেশি নরম ও আর্দ্রপূর্ণ হয়।
লুব্রিক্যান্ট সেনসিটিভ ত্বকের জন্যই বেশি ব্যবহার হয়। এটি ত্বকের জন্যেও সুরক্ষিত। লুব্রিক্যান্টের ব্যবহার এখনও ততটা জনপ্রিয় হয়ে উঠেনি। কিন্তু যারা ত্বক সচেতন তারা বিউটি ব্লগারদের কথায় সাড়া দিয়ে লুবিক্যান্ট ব্যবহার করছেন। এছাড়াও অনেক মেকআপ আর্টিস্টও এই ট্রেন্ডে গা ভাসিয়েছেন। নিজেদের বিশেষ মেকআপ আয়োজনে তারা লুবিক্যান্ট ব্যবহার করছেন।
পশ্চিমী দেশগুলোতে অনেক দিন ধরেই লুব্রিক্যান্ট ব্যবহার হচ্ছে। তবে ত্বক বিশেষজ্ঞরা বলছেন, এই প্রসাধনী মাঝেমধ্যে মুখে মাখলে ক্ষতি হবে না। কিন্তু প্রতিদিনের ব্যবহারের জন্য এবং দীর্ঘ সময় পর্যন্ত ব্যবহারের জন্য এটি ক্ষতিকর হতে পারে। তাই লুবিক্যান্ট ব্যবহারের আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।