• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

চুল পড়া কমাতে ঘরোয়া সমাধান


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৪, ১১:০১ এএম
চুল পড়া কমাতে ঘরোয়া সমাধান
ছবিঃ সংগৃহীত

চুল পড়া স্বাভাবিক প্রক্রিয়া। বিশেষজ্ঞদের মতে, প্রতিদিন ৫০ থেকে ১০০টা পর্যন্ত চুল পড়া স্বাভাবিক। কিন্তু এর চেয়ে বেশি পরিমাণে চুল উঠলে চিন্তা করতেই হবে। অস্বাভাবিক চুল পড়ার পেছনে নানা উপদান দায়ী। যেমন,পরিবেশদূষণ ও ভেজাল পণ্যের ব্যবহার।  ফলে চুল পড়া নিয়ে দুশ্চিন্তার শেষ নেই।  এ সমস্যা সমাধানে বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে থাকেন অনেকেই। কিন্তু ঘরোয়া উপায়েও চুল পড়া বন্ধ করা সম্ভব! চলুন জেনে নেই ঘরে থাকা উপাদান দিয়ে যেভাবে চুল পড়া ঠেকাতে পারবেন।

  • পেঁয়াজে প্রচুর পরিমাণে সালফার থাকে। মাথায় পেঁয়াজের রস দিলে চুলের ফলিকলে রক্তপ্রবাহ বৃদ্ধি পায়। চুল হয় আরও মজবুত।  এ জন্য পেঁয়াজ থেঁতো করে নিন। তার থেকে রস বের করে নিন। সেই রস চুলের গোড়ায়, স্ক্যাল্পে এবং চুলে ভালো করে লাগিয়ে নিন। সপ্তাহে অন্তত ১ থেকে ২ দিন ব্যবহার করুন। এতে চুল পড়া বন্ধ হবে।
  • আমলকিতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, যা চুলের জন্য গুরুত্বপূর্ণ। প্রথমেই আমলকির রস বের করে সেটি স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে নিন। চুলেও লাগিয়ে নিতে হবে। ৪০ মিনিট অপেক্ষা করে শ্যাম্পু করে ফেলুন।
  • মাথার তালুতে অ্যালোভেরা জেল লাগান। এতে চুল দ্রুত বাড়বে। চুল পড়ার জন্য দায়ী প্রদাহ দূর হবে।
  • কুসুম গরম নারকেল তেল মাথার তালুতে মাসাজ করুন। এক ঘন্টা পর ধুয়ে ফেলুন। এতে চুলের গোড়া মজবুত করে।
  • মেথিতে থাকে ফ্ল্যাভোনয়েডস ও স্যাপোনিন। অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি ফাঙ্গাল উপাদান হিসেবে কাজ করে। সারা রাত মেথি পানিতে ভিজিয়ে রেখে পরের দিন সকালে উঠে মেথি দানা দিয়ে একটি পেস্ট বানিয়ে নিন। সেই পেস্ট স্ক্যাল্পে, চুলের গোড়ায় এবং চুলে ভালো করে লাগিয়ে নিন। ১ ঘণ্টা অপেক্ষা করে শ্যাম্পু করে ফেলুন। সপ্তাহে ১ থেকে ২ দিন ব্যবহার করুন।
  • ডিমে আছে প্রোটিন ও বায়োটিন। এসব চুলের জন্য খুবই দরকারী। ডিমের সঙ্গে অন্যান্য উপকরণ, যেমন টকদই, অলিভ অয়েল ইত্যাদি মিশিয়ে হেয়ার মাস্ক তৈরি করে চুলে লাগাতে পারেন। এতে চুলের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। চুল হবে আরও মজবুত।
  • টক দইয়ে প্রচুর পরিমাণে প্রোটিন থাকে। টক দইয়ের হেয়ার মাস্ক চুলে লাগালে চুল মজবুত হয়। মাথার তালুর সুস্থতা বজায় রাখতেও টক দই কার্যকর।
  • স্ক্যাল্পে ক্যাস্টর অয়েল লাগালে চুলের দ্রুত বৃদ্ধি হয়। চুল পড়া হ্রাস পায়। ক্যাস্টর অয়েলের সঙ্গে নারকেল তেল মিশিয়ে মাথার স্ক্যাল্পে ও চুলে ব্যবহার করুন।ফল পাবেন দ্রুত।
Link copied!