টবে ফলবে মিষ্টি কুমড়ো
বারান্দা বা ছাদে অনেকেই এখন সবজির চাষ করেন। টবের মাটিতে ফলন হয় নানা সবজির। এবার সেই টবে মিষ্টি কুমড়োও ফলানো যাবে। নিজের গাছের মিষ্টি কুমড়ো খাওয়ার মজাই আলাদা। আবার টাটকা সবজির স্বাদও পাওয়া যায়।বাড়িতে মিষ্টি কুমড়োর চাষ করতে উপযুক্ত চারা ও টব নির্বাচন করতে হবে। সাধারণত টবে কম জায়গা থাকে।