• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

মেকআপ নিয়ে ঘুমিয়ে নিজের যেসব ক্ষতি ডেকে আনছেন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৯, ২০২৪, ০১:৪৫ পিএম
মেকআপ নিয়ে ঘুমিয়ে নিজের যেসব ক্ষতি ডেকে আনছেন
মেকআপ নিয়ে ঘুমালে যেসব ক্ষতি হয়। ছবি: সংগৃহীত

খুব সেজেগুজে মেকআপ নিয়ে বিয়ের দাওয়াত খেয়ে বাড়ি ফিরলেন। খুব ক্লান্ত লাগছে , মেকআপ তুলতে ইচ্ছে করছে না, ঘুমিয়ে গেলেন। এ রকম আলসেমির পরিণাম মারাত্মক হতে পারে।  কাজেই সাবধান। মেকআপ না তুলে ঘুমানো অভ্যাস ত্বককে মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলে দেয়। মেকআপ না তুলে ঘুমিয়ে পড়লে ঠিক কী কী সমস্যার মুখোমুখি আপনি হতে পারেন, সে ব্যাপারে জেনে নিন-

বয়সের ছাপ
আমরা জানি যে, আমাদের চারপাশে বেশ ‍কিছু যৌগমূলক ঘুরে বেড়ায়। এসব যৌগ সুযোগ পেলেই অন্য মৌল বা যৌগের সঙ্গে বিক্রিয়া করে। সারা রাত রাসায়নিক দ্রব্যসমৃদ্ধ প্রসাধনী ত্বকের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এখন আপনি যদি দীর্ঘ সময় মেকআপ নিয়ে থাকে বা ঘুমান তাহলে এসব যৌগমূলক আপনার মেকআপের উপাদানগুলোকে সহজেই ধরে ফেলে। যার ফলে সেগুলো আপনার ত্বকের স্বাস্থ্যকর কোলাজেন প্রোটিনকে ভেঙে ফেলে। ইলাস্টিন ফাইবারকেও ক্ষতিগ্রস্ত করে, যা ত্বকের স্থিতিস্থাপকতা এবং দৃঢ়তা বজায় রাখার জন্য অপরিহার্য। ফলাফল হিসেবে বার্ধক্যের প্রাথমিক লক্ষণ যেমন সূক্ষ্ম রেখা, বলিরেখা এবং ত্বকের স্বরের স্থিতিস্থাপকতা কমে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে।

বন্ধ লোমকূপ
সারাদিন আমাদের ত্বক ধুলো, তেল এবং অন্যান্য পরিবেশগত দূষণকারীর সংস্পর্শে থাকে। এর মধ্যে আবার যদি দীর্ঘ সময় আপনার ত্বকে মেকআপ থাকে তাহলে সেই মেকআপ ত্বকের লোমকূপকে ঘন এবং অবরুদ্ধ করে তোলে। এর ফলে ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস, পিম্পল এবং অন্যান্য ধরণের ত্বকের সমস্যা হতে পারে। এটি ধীরে ধীরে আরও গুরুতর ত্বকের সমস্যা সৃষ্টি করতে পারে, যা আপনার বর্ণকে নিস্তেজ এবং প্রাণহীন করে দেয়।

ত্বকের উজ্জ্বলতা কমিয়ে দেয়
আপনি হয়ত ভাবছেন সবসময় তো আর মেকআপন নিয়ে ঘুমান না, একদিন বা দুইদিন ঘুমালে তেমন কিছু হবে না। আপনরা সেই ভাবনা ভুল। আপাতদৃষ্টিতে খুব একটা পরিবর্তন চোখে না পড়লেও তা আপনার ত্বককে দীর্ঘমেয়াদি সমস্যায় ফেলবে। ত্বকের উজ্জ্বলতা কিংবা প্রতিরোধক্ষমতা কমিয়ে দিতে এক রাতই যথেষ্ট!

ত্বক কুচকে যেতে পারে
ফাউন্ডেশনের কারণে ত্বক শ্বাস নিতে পারে না। রাতে এ অবস্থায় থাকলে সকালে ত্বক কুচকে যাওয়ার আশঙ্কা থাকবে। তাই অবশ্যই মুখের ফাউন্ডেশন তুলে ঘুমাবেন।

অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে
আপনি যদি মেকআপসহই ঘুমিয়ে পড়েন তাহলে পরেরদিন সকালে ঘুম থেকে উঠে চোখের মেকআপ থেকে আপনার চোখে অ্যালার্জির প্রতিক্রিয়া দেখা দিতে পারে। চোখ লালবর্ণ হয়ে চুলকানি ও বেদনাদায়ক হতে পারে। এমনকি আইলাইনার, মাশকারার কারণে চোখের পাপড়ি পড়ে যায়। আর চোখের চারপাশও কুচকে যায়।  অনেক সময় এটি চিকিৎসা করা অনেক কঠিন করে তোলে।

ত্বকের পুষ্টিতে বাঁধা
রাতে আমাদের ত্বক মেরামত এবং পুনর্জন্মের মধ্য দিয়ে যায়। ত্বকে মেকআপ থাকলে ফাউন্ডেশন তাতে বাধার সৃষ্টি করে। যার ফলে ব্ল্যাক-হেড, ব্রণ কিংবা বলিরেখার মতো নানা ধরনের ত্বকীয় সমস্যা আপনার সঙ্গে আঠার মতো লেগে যায়। আবার পুষ্টিকর উপকরণগুলোকে ত্বকে প্রবেশ করতে বাধা দেয়। সঠিক হাইড্রেশন এবং পুষ্টির অভাবের ফলে ত্বককে ক্লান্ত এবং ডিহাইড্রেটেড দেখাতে পারে।

Link copied!