• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

ত্বকের জেল্লা বাড়াবে সবুজ টমেটো


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৩, ০৮:৪৭ পিএম
ত্বকের জেল্লা বাড়াবে সবুজ টমেটো
ত্বক উজ্জ্বল করে সবুজ টমেটো ছবি : সংগৃহীত

ত্বকের যত্নে টমেটোর ব্যবহার নতুন নয়। এতদিন জেনে এসেছেন লাল টমেটোর গুণে ত্বকের অনেকরকম সমস্যা দূর হয়। এতে আছে ভিটামিন সি যা ত্বকের জন্য অত্যন্ত উপকারী। কিন্তু অবাক করা বিষয় হলো, শুধু লাল টমেটোই নয় সবুজ টমেটোতেও এমন চমৎকার কার্যকারিতা পাওয়া যায় বলছেন রূপ বিশেষজ্ঞরা। চলুন জেনে নেওয়া যাক কীভাবে ব্যবহার করবেন সবুজ টমেটো-

  • প্রথমে সবুজ টমেটো কেটে পানি বের করে নিয়ে তা মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। এভাবে অন্তত ২০ মিনিট রাখুন। এতে দ্রুত উপকার মিলবে ।
  • এই টমেটো আর মধু দিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। প্রথমে টমেটো কেটে ব্লেন্ড করে নিতে হবে। এবার সেই পেস্টের সঙ্গে মধু মেশান। এবার মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৩ দিন পর্যন্ত ব্যবহার করুন এই প্যাক।
  • সবুজ টমেটো ও পাতিলেবুর রস দিয়ে বানিয়ে ফেলুন ফেসপ্যাক। প্রথমে সবুজ টমেটো কেটে ব্লেন্ড করে নিন। এবার সেই পেস্টের সঙ্গে মেশান লেবুর রস। মিশ্রণ মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে ৩ দিন ব্যবহার করলে ত্বক উজ্জ্বল হবে। এতে মুখের যাবতীয় দাগ দূর হবে।
  • পুদিনা পাতা ও সবুজ টমেটোর ফেসপ্যাক বানানোর জন্য টমেটো কেটে টুকরা করে নিন। এরপর পুদিনা পাতা কুচি করে কেটে টমেটোসহ ব্লেন্ড করে নিন। মিশ্রণটি মুখে লাগান। শুকিয়ে গেলে ঘষে ধুয়ে নিন। সপ্তাহে ২ থেকে ৩ দিন ব্যবহার করলে ত্বকের জেল্লা বাড়বে।
Link copied!