চুল পড়ার অন্যতম কারণ খুশকি। শীতের সময় খুশকি বেশি হয়। নিয়মিত চুল পরিষ্কার করেও যেন খুশকি দূর হয় না। চুল পড়াও বেড়ে যায়। অনেকেই খুশকি সমস্যা দূর করতে অ্যান্টি-ডানড্রফ শ্যাম্পু ব্যবহার করেন। এতে খুশকি সাময়িকভাবে কমলেও চুল রুক্ষ হয়ে যায়। তাই খুশকি সমস্যা দূর করতে ঘরোয়া সমাধানই বেছে নিন। অ্যালোভেরা জেল দিয়েই মিলবে খুশকির সমাধান। চুলও হবে প্রাণবন্ত। চুল পড়াও বন্ধ হবে সহজেই।
খুশকি এক ধরনের ফাঙ্গাল ইনফেকশন। এটি দূর করতে অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান প্রয়োজন। তাই এক্ষেত্রে অ্যালোভেরা জেলের বিকল্প নেই। অ্যালোভেরায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট কোষকে ক্ষয়ের হাত থেকে সুরক্ষিত রাখে। শীতের সময় স্ক্যাল্প শুষ্ক হয়ে যায়। তাকে ছত্রাক বাসা বাঁধে। শুরু হয় খুশকির সমস্যা। এছাড়াও স্ক্যাল্পেও সেবাসিয়াস গ্রন্থি সেবাম উৎপন্ন করে। এই তেল স্ক্যাল্প ও চুলকে ক্ষয়ের হাত থেকে রক্ষা করে।
সেবামের পরিমাণ বেশি বেড়ে গেলে স্ক্যাল্পে ছত্রাক জমতে শুরু করে। এতে খুশকি বাড়ে। শুষ্ক স্ক্যাল্প ও অতিরিক্ত পরিমাণে সেবাম উৎপন্ন রোধ করতে অ্যালোভেরা জেল কার্যকর। এটি স্ক্যাল্পের অতিরিক্ত তেল উৎপাদনকে নিয়ন্ত্রণে করে। স্ক্যাল্পের আর্দ্রতা বজায় রাখে। ব্যাকটেরিয়ার উৎপাদনে বাধা দেয়। তাই খুশকি দূর হয়।
অ্যালোভেরা জেল যেভাবে ব্যবহার করতে হবে
· অ্যালোভেরা জেল ব্যবহার করার কিছু নিয়ম রয়েছে। এরজন্য় প্রথমে ২ চামচ অ্যালোভেরা জেল নিন। এর সঙ্গে ১ কাপ নারকেল তেল মিশিয়ে নিন। স্ক্যাল্প ও চুলের গোড়ায় ভালো করে লাগান। ২ ঘণ্টা পর গোসল করে নিন। স্নান করে নিন।
· লেবুর রসও খুশকি দূর করতে কার্যকর। অ্যালোভেরা জেলের সঙ্গে ২ চামচ লেবুর রস মিশিয়ে মাথার স্ক্যাল্পে লাগিয়ে নিন। ১ ঘণ্টা পর চুলে শ্যাম্পু করে ধুয়ে নিন। সপ্তাহে ৩ দিন এটি করতে পারেন। উপকার পাবেন।
· অ্যালোভেরা জেলের সঙ্গে ১ চামচ মধু ও ২ চামচ অ্যাপেল সিডার ভিনিগার মিশিয়েও খুশকি দূর করতে পারেন। সবকিছু একসঙ্গে মিশিয়ে চুল ও স্ক্যাল্পে লাগিয়ে রাখুন। ২০ মিনিট পর চুল শ্যাম্পু দিয়ে ধুয়ে নিন।
· চুলের রুক্ষতা ও খুশকির সমস্যা একসঙ্গে সমাধান দেবে অ্যালোভেরা জেল ও টি ট্রি অয়েল। দুই চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ৭ ফোঁটা টি ট্রি অয়েল মিশিয়ে নিন। এটি মাথার স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে নিন। দুই ঘন্টা পর চুলে শ্যাম্পু করে নিন। সপ্তাহে ৪ দিন এই মিশ্রণটি ব্যবহার করলে দ্রুত উপকার পাবেন।