সপ্তাহে একদিন চুলে ম্যাসাজ করতে পারেন রসুনের তেল বা গার্লিক অয়েল। এর রয়েছে অনেক গুণ। জেনে নিন কীভাবে বানাবেন রসুনের তেল এবং কেন ব্যবহার করবেন চুলের যত্নে।
যেভাবে বানাবেন রসুনের তেল
কয়েকটি রসুন থেঁতো করে নিন। চাইলে ব্লেন্ড করে পেস্ট বানিয়ে নিতে পারেন। কড়াইয়ে তেল দিন। নারিকেল তেল বা অলিভ অয়েল দিতে পারেন। তেলে দিয়ে দিন থেঁতো করা রসুন। মৃদু আঁচে জ্বাল দিন। তেলের রঙ বদলে গেলে নামিয়ে ছেঁকে নিন। ঠান্ডা হলে ব্যবহার করুন চুলে।
কেন ব্যবহার করবেন রসুনের তেল?
- খুশকি দূর করতে সাহায্য করে গার্লিক অয়েল। খুশকির জন্য দায়ী ব্যাকটেরিয়া দূর করে এই তেল।
- রসুনে থাকা সেলেনিয়াম চুলের গোড়ায় রক্ত সঞ্চালন বাড়াতে সাহায্য করে। এতে চুলের বৃদ্ধি বাড়ে।
- রসুনে রয়েছে ভিটামিন সি। এই ভিটামিন চুল পাতলা হয়ে যাওয়া আটকায়।
- রসুনে থাকা অ্যান্টি-অক্সিডেন্ট চুল পড়ে যাওয়া কমাতে সাহায্য করে।