প্রতি বছর ৭ ফেব্রুয়ারি রোজ ডে পালিত হয়। এটি ভালোবাসার সপ্তাহের প্রথম দিন। এই দিনে প্রেমিক-প্রেমিকা, বন্ধু বা পরিবারের সদস্যদের প্রতি ভালোবাসা প্রকাশের মাধ্যম হিসেবে গোলাপ উপহার দেওয়া হয়। গোলাপ ফুলের বিভিন্ন রঙ বিভিন্ন অর্থ বহন করে। যা সম্পর্কের প্রকৃতি ও অনুভূতি প্রকাশে সহায়তা করে। রোজ ডে`তে সঠিক রঙের গোলাপ নির্বাচন করুন এবং প্রিয়জনের প্রতি নিজের অনুভূতি প্রকাশ করুন।
লাল গোলাপ
সৌন্দর্য, গভীর প্রেম ও রোমান্সের প্রতীক লাল গোলাপ। প্রেমিক বা প্রেমিকাকে লাল গোলাপ উপহার দিয়ে হৃদয়ে লুকিয়ে থাকা ভালোবাসার গভীর অনুভূতি প্রকাশ করা হয়। প্রেমের কবিতা, গল্পে বার বার ঘুরে ফিরে এসেছে লাল গোলাপের কথা। প্রেম নিবেদনের ভাষা হিসেবে একমাত্র লাল গোলাপের আবেদন চিরন্তন।
হলুদ গোলাপ
জীবনের সবচেয়ে মূল্যবান সম্পর্কের প্রতীক হলুদ গোলাপ। কারণ এই গোলাপ বন্ধুত্ব ও আনন্দের প্রতীক। প্রিয় বন্ধুকে হলুদ গোলাপ দিয়ে বন্ধুত্বের গভীরতা ও সুখ-দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। আনন্দ, সুস্বাস্থ্যের কামনা করতেও হলুদ গোলাপ ব্যবহার করা হয়। আপনার জীবনে প্রিয়বন্ধুর মূল্য বোঝাতে একগুচ্ছ হলুদ গোলাপ দিতে পারেন।
গোলাপি গোলাপ
কৃতজ্ঞতা, প্রশংসা ও মুগ্ধতার প্রতীক হচ্ছে গোলাপি গোলাপ। কাউকে ধন্যবাদ জানাতে বা তার প্রতি মুগ্ধতা প্রকাশে গোলাপি গোলাপ উপহার দেওয়া হয়। কারও প্রশংসা করতে চান? তাহলে এই দিনে তার হাতে দিন গোলাপি রঙের গোলাপ। আবার মনের ভাষা বোঝাতে পারে এই রঙের গোলাপও। প্রিয় বন্ধু, নির্ভরযোগ্য সঙ্গীকে ‘থ্যাঙ্ক ইউ’ বলতে পারেন গোলাপি গোলাপ দিয়ে।
সাদা গোলাপ
পবিত্রতা, নির্দোষিতা ও নতুন শুরুর প্রতীক। বিয়ের অনুষ্ঠানে বা নতুন সম্পর্কের সূচনায় সাদা গোলাপ দেওয়া যায়।
কমলা গোলাপ
কমলা রঙের গোলাপ হলো উৎসাহ, উচ্ছ্বাস ও আকাঙ্ক্ষার প্রতীক। কারো প্রতি আকর্ষণ বা মুগ্ধতা প্রকাশে কমলা গোলাপ উপহার দেওয়া হয়। সহযোদ্ধাকে উদ্বুদ্ধ করতে এই গোলাপ ব্যবহার করা হয়। এই গোলাপ উপহার দিয়ে বোঝাতে পারেন, আপনি তার পাশে আছেন।
পিচ গোলাপ
প্রেমের দিনে দেওয়ার জন্য দারুণ রং এটি। কারো প্রেমে পড়লে তাকে এই রঙের গোলাপ উপহার দিতে পারেন। মনের কথা বলতে সংকোচ বোধ হচ্ছে? পিচ গোলাপ দিলেই মনের কথা বুঝে নেবে প্রিয়জন।
কালো গোলাপ
আসলে কালো রঙের গোলাপ হয় না। বরং কালো গোলাপ যেগুলোকে বলা হয়, সেগুলো খুব গাঢ় লাল রঙের গোলাপ। এই রঙের গোলাপের পাপড়ীগুলো দেখতে কালটে মনে হয়। কালো গোলাপ বেদনাদায়ক ভালোবাসা ও বিষাদের প্রতীক। এছাড়াও অন্তোষ্টীক্রিয়াতেও সাদা গোলাপের মতোই কালো রঙের গোলাপ ব্যবহার হয়।
ল্যাভেন্ডার গোলাপ
ল্যাভেন্ডার গোলাপ অনন্য প্রেমের প্রতীক। কারণ এই রঙের গোলাপ বিরল। বিশেষ প্রেমের সম্পর্ক বোঝাতে এই রঙের গোলাপ উপহার দেওয়া হয়। বিরল রঙের এই গোলাপ উপহার দিলেই প্রিয়জন বুঝে নেবে, তার হৃদয়ে পুরোটা জায়গাজুড়ে শুধু তিনিই রয়েছেন। এই ফুলের মোহ, মহিমা ও ঐশ্বর্য, প্রিয়জনকে বিশেষ অনুভূতি দেবে।
হালকা গোলাপি গোলাপ
সরলতা ও প্রশংসার প্রতীক হালকা গোলাপি গোলাপ। এটিকে সাদা রঙের গোলাপের বিকল্প হিসেবে বিবেচনা করা যেতে পারে। এটি সরলতার ইঙ্গিত দেয় এবং কৃতজ্ঞতাও প্রকাশ করে। বাবা-মা, ভাই-বোন, এমনকি ঘনিষ্ঠ বন্ধুর জন্য এই রঙের গোলাপ উপহার দিতে পারেন।
বেগুনি গোলাপ
আবেগ ও মোহের প্রতীক বেগুনি রঙের গোলাপ। অনেকে বলেন, বেগুনি গোলাপ দীর্ঘস্থায়ী প্রেমের সম্পর্কের চেয়ে ক্ষণস্থায়ী মোহের প্রতীক। আবার অনেকে ধারণা, কারও সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্কে যেতে ইচ্ছুক হলে এই রঙের গোলাপ উপহার দেওয়া যেতে পারে।
ক্রিম গোলাপ
ক্রিম রঙের গোলাপ মুগ্ধতা এবং চিন্তাশীলতার প্রতীক। এটি নিষ্পাপের প্রতীক হিসেবে বিবেচিত হয়। এই গোলাপ মুগ্ধতা ও চিন্তাশীলতার প্রতীক। কাউকে কোনো বিশেষ কাজের জন্য ধন্যবাদ দিতে এই গোলাপ উপহার দেওয়া যায়।
সবুজ গোলাপ
শুভ সংবাদ এবং নতুন শুরুর প্রতীক হিসেবে ব্যবহৃত হয় সবুজ গোলাপ। এটিও বিরল রঙের গোলাপ। ১৭৪৩ সালে এই রঙের গোলাপ প্রাকৃতিকভাবে ফুটতে শুরু করে। বিশেষজ্ঞরা জানান, এই রঙের গোলাপ সবচেয়ে পুরোনো। সবুজ গোলাপের পাপড়ির রং সবুজ হয় নঅ। শুধুমাত্র ফুলের বৃতি সবুজ রঙের হয়ে থাকে। এই গোলাপ ইতিবাচকতা নির্দেশ করে। প্রাচুর্য এবং নতুন শুরুর উদযাপন হতে পারে এই রঙের গোলাপ উপহার দিয়ে।
নীল গোলাপ
রহস্যের প্রতীক নীল গোলাপ। প্রকৃতিতে নীল গোলাপের কোনো অস্তিত্ব নেই। এ কারণে নীল গোলাপ রহস্য ও অসম্ভবের প্রতিনিধিত্ব করে। অনন্য ও বিশেষত্ব বোঝাতে এক গুচ্ছ নীল গোলাপ হতে পারে দারুণ উপহার।
রংধনু গোলাপ
অনন্য, আশা, গর্বের প্রতীক রংধনু গোলাপ। বহুবর্ণের এই গোলাপের মাধ্যমে সঙ্গীকে নিজের মনের কথাও বলতে পারেন। বন্ধু ও ভালোবাসার মানুষটি আপনার কাছে কতটা সেরা তা বুঝিয়ে দেবে রংধনু গোলাপ।
তথ্যসূত্র: রিডার্স ডাইজেস্ট