বাইরে থেকে ঘরে ফিরেই আমরা ত্বককে পরিষ্কার করার জন্য ফেসওয়াশ ব্যবহার করি। অনেকেই আছেন সামনে যা পাচ্ছেন তা দিয়েই ত্বক পরিষ্কার করে নেন। সেটা কি করা ঠিক?
ত্বক ভালো রাখতে ত্বকের ধরণ অনুযায়ী ব্যবহার করতে হবে ফেসওয়াশ। তাই ফেসওয়াশ কেনার সময় নিজের ত্বকের ধরণ বুঝে নিতে হবে। তারপর যেটি কিনবেন তার উপকরণও খেয়াল রাখতে হবে। চলুন দেখে নেই কোন ত্বকের জন্য কোন ধরণের ফেসওয়াশ ব্যবহার করবেন-
অয়েলী বা তৈলাক্ত ত্বকের জন্য
যাদের ত্বক তেলতেলে তারা টি-ট্রি অয়েল বা সালিসিলিক অ্যাসিড রয়েছে এমন ফেসওয়াশ বেছে নিতে পারেন। কারণ তৈলাক্ত ত্বক ফেনা হয় এমন ফেসওয়াশই ভালো।
শুষ্ক ত্বকের জন্য
ফেসওয়াশ কেনার আগে দেখে নিন এতে যেন হাইলুরোনিক অ্যাসিড কিংবা গ্লিসারিন রয়েছে। যেহেতু ত্বক আদ্রতা হারায় তাই ময়েশ্চারাইজার সম্পূর্ণ ফেসওয়াশ ব্যবহার করতে হবে শুষ্ক ত্বকে।
স্পর্শকাতর ত্বক জন্য
এই ধরনের ত্বকে প্রসাদনী ব্যবহারে খেয়াল রাখতে হবে। সব ধরণের প্রসাদনী ব্যবহার করা যাবে না। এ ক্ষেত্রে অ্যালোভেরা, ক্যামোমাইল রয়েছে, এমন মৃদু গন্ধহীন ফেসওয়াশ বেছে নিতে পারেন।
সাধারণ ত্বক
যাদের ত্বকের ধরণ খুব একটা তৈলাক্ত না আবার শুষ্কও না তারা যে কোনও মৃদু ফেসওয়াশ বেছে নেওয়া যায়। এ ক্ষেত্রে ভিটামিন সি, হাইলুরোনিক অ্যাসিড, অ্যালোভেরা রয়েছে এমন কিছু বেছে নিতে পারেন।
আর ত্বকে যদি অত্যাধিক ব্রণ বা অন্য কোন সমস্যা থাকে তাহলে অবশ্যই বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে।