• ঢাকা
  • বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪, ১৪ কার্তিক ১৪৩১, ২৬ রবিউস সানি ১৪৪৬

ভ্যানিটি ব্যাগে যা যা রাখা উচিত


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ফেব্রুয়ারি ১০, ২০২৩, ০১:৫০ পিএম
ভ্যানিটি ব্যাগে যা যা রাখা উচিত

বাইরে যাওয়ার পর হঠাৎ মনে পড়ল ইশশ দরকারি জিনিসটা যদি সঙ্গে থাকতো! তাই বের হওয়ার আগে সবকিছু গুছিয়ে রাখাটাই ভাল। যা যা রাখতে পারে আপনার ভ্যানিটি ব্যাগে।

মেক-আপ তুলতে বা ঘাম মুছতে ওয়েট টিস্যু সঙ্গে নিন। প্রয়োজনে স্যানিটাইজার রাখতে হবে। সারাদিন নিঃশ্বাস সতেজ রাখতে সব সময় ব্যাগের চুইংগাম কিংবা সেন্টার ফ্রেশ রাখুন। প্রয়োজনে স্যানিটাইজার রাখতে হবে।

  • হালকা স্ন্যাকস রাখুন। সঙ্গে একটি পানির বোতল রেখে দিন।
  • যদি সারাদিন বাড়ির বাইরে থাকতে হয় সেক্ষেত্রে অবশ্যই ফোনের চার্জারটি সঙ্গে রাখবেন।
  • অবশ্যই ব্যাগে সবসময় প্যাড বা স্যানিটারি ন্যাপকিন রাখুন। এই জিনিসটা না থাকলে মেয়েদের বিভিন্ন ধরনের অস্বস্তি আর সমস্যায় ভুগতে হয় যা বলার অপেক্ষা রাখে না। তাই এটি সবচেয়ে বেশি জরুরি।
  • চুল বাঁধার জন্য ব্যাগে ক্লিপ অথবা ব্যান্ড রেখে দিতে পারেন।
  • ছোট্ট একটি নোটপ্যাড এবং কলম সবসময় রাখুন।
  • হঠাৎ কোনো প্রোগ্রামের জন্য বা পার্টিতে অ্যাটেন্ড করার জন্য ব্যাগের হ্যান্ড পারফিউম রেখে দিতে পারেন কারণ সারাদিনের গরমে ঘামে শরীর থেকে দুর্গন্ধ আসতে পারে তাই এই সময় পারফিউম উপকারে আসবে।
  • জরুরি মিটিং, পার্টি অথবা হ্যাং আউটে যেতে হতে পারে। তাই মেকআপ কিট সঙ্গে রাখা জরুরি। এ ছাড়া বডি স্প্রে, ফেসওয়াশ, চিরুনি, টিপ, চুলের কাঁটা আয়না, সেফটিপিন অবশ্যই সঙ্গে রাখতে হবে।
  • জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য কিছু ফাস্টএইড সঙ্গে নিজের প্রয়োজনীয় ওষুধগুলি নিন।
  • ব্যাগে সবসময় পরিচয়পত্র বা ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি এবং পাসপোর্ট সাইজ ছবি রেখে দিন যেকোনো ধরনের দরকার বা দুর্ঘটনা এটি অনেক কাজে দেবে।
  • আমাদের দেশে নারীদের নিরাপত্তা ব্যবস্থা এখনো শক্তিশালী নয়। তাই আত্মরক্ষার ভ্যানিটি ব্যাগে ছুরি, মরিচের গুড়া, সুইয়ের গোছা, সেফটি রড রাখেন।
Link copied!