বাইরে যাওয়ার পর হঠাৎ মনে পড়ল ইশশ দরকারি জিনিসটা যদি সঙ্গে থাকতো! তাই বের হওয়ার আগে সবকিছু গুছিয়ে রাখাটাই ভাল। যা যা রাখতে পারে আপনার ভ্যানিটি ব্যাগে।
মেক-আপ তুলতে বা ঘাম মুছতে ওয়েট টিস্যু সঙ্গে নিন। প্রয়োজনে স্যানিটাইজার রাখতে হবে। সারাদিন নিঃশ্বাস সতেজ রাখতে সব সময় ব্যাগের চুইংগাম কিংবা সেন্টার ফ্রেশ রাখুন। প্রয়োজনে স্যানিটাইজার রাখতে হবে।
- হালকা স্ন্যাকস রাখুন। সঙ্গে একটি পানির বোতল রেখে দিন।
- যদি সারাদিন বাড়ির বাইরে থাকতে হয় সেক্ষেত্রে অবশ্যই ফোনের চার্জারটি সঙ্গে রাখবেন।
- অবশ্যই ব্যাগে সবসময় প্যাড বা স্যানিটারি ন্যাপকিন রাখুন। এই জিনিসটা না থাকলে মেয়েদের বিভিন্ন ধরনের অস্বস্তি আর সমস্যায় ভুগতে হয় যা বলার অপেক্ষা রাখে না। তাই এটি সবচেয়ে বেশি জরুরি।
- চুল বাঁধার জন্য ব্যাগে ক্লিপ অথবা ব্যান্ড রেখে দিতে পারেন।
- ছোট্ট একটি নোটপ্যাড এবং কলম সবসময় রাখুন।
- হঠাৎ কোনো প্রোগ্রামের জন্য বা পার্টিতে অ্যাটেন্ড করার জন্য ব্যাগের হ্যান্ড পারফিউম রেখে দিতে পারেন কারণ সারাদিনের গরমে ঘামে শরীর থেকে দুর্গন্ধ আসতে পারে তাই এই সময় পারফিউম উপকারে আসবে।
- জরুরি মিটিং, পার্টি অথবা হ্যাং আউটে যেতে হতে পারে। তাই মেকআপ কিট সঙ্গে রাখা জরুরি। এ ছাড়া বডি স্প্রে, ফেসওয়াশ, চিরুনি, টিপ, চুলের কাঁটা আয়না, সেফটিপিন অবশ্যই সঙ্গে রাখতে হবে।
- জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য কিছু ফাস্টএইড সঙ্গে নিজের প্রয়োজনীয় ওষুধগুলি নিন।
- ব্যাগে সবসময় পরিচয়পত্র বা ন্যাশনাল আইডি কার্ডের ফটোকপি এবং পাসপোর্ট সাইজ ছবি রেখে দিন যেকোনো ধরনের দরকার বা দুর্ঘটনা এটি অনেক কাজে দেবে।
- আমাদের দেশে নারীদের নিরাপত্তা ব্যবস্থা এখনো শক্তিশালী নয়। তাই আত্মরক্ষার ভ্যানিটি ব্যাগে ছুরি, মরিচের গুড়া, সুইয়ের গোছা, সেফটি রড রাখেন।