• ঢাকা
  • বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫, ১ মাঘ ১৪৩০, ১৫ রজব ১৪৪৬

বন্যার্তদের জন্য নিলামে পরিবেশবান্ধব পোশাক


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৪, ০৭:৪১ পিএম
বন্যার্তদের জন্য নিলামে পরিবেশবান্ধব পোশাক
ছবি: সংগৃহীত

প্রতিবছরই দেশের বিভিন্ন জেলা বন্যার পানিতে ডুবে যায়। তবে এই বছর চিত্রটা ভয়াবহ। যে জেলায় বন্যার পানি ওঠার সম্ভাবনাই ছিল না, সেখানেও ডুবে গেছে। অসহায় হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ। গৃহহীন হয়ে আশ্রয়কেন্দ্রেই থাকছেন অসংখ্য পরিবার। বন্যায় ক্ষতিগ্রস্থ এসব পরিবারকে পুনর্বাসন ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিতে নতুন উদ্দ্যোগ নিয়েছেন দেশীয় পরিবেশবান্ধব ফ্যাশন লেবেলের কর্ণধার আফসানা ফেরদৌসী। সম্প্রতি তার ফ্যাশন শো ও প্রদর্শনীর এক্সক্লুসিভ পোশাকগুলো নিলামে তুলেছেন এবং নিলামে সেই অর্থ বন্যার্তদের সাহায্যে খরচ করা হবে বলে জানিয়েছেন।

বন্যা পরবর্তী সময়ের সংকট মোকাবিলায় সর্বস্তরের মানুষদের মতো এগিয়ে এসেছেন ফ্যাশন ইন্ডাস্ট্রির সদস্যরাও। এক্সক্লুসিভ কালেকশন নিলামে তুলে বন্যার্তদের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন ডিজাইনার আফসানা ফেরদৌসী।

আফসানা ফেরদৌসীর এক্সক্লুসিভ কালেকশনগুলো দেশের কাঁচামাল দিয়ে তৈরি। দেশীয় ঐতিহ্যকে দেশে ও দেশের বাইরে বিভিন্ন ফ্যাশন শো এবং প্রদর্শনীর মাধ্যমে তিনি তুলে ধরেন। সম্প্রতি ফ্যাশন শো ও প্রদর্শনীর এক্সক্লুসিভ পণ্যগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে নিলামে তুলেন। এই ফ্যাশন লেবেলের ফেসবুক ও ইন্সটাগ্রাম পেজের মন্তব্য ঘরে এসব এক্সক্লুসিভ পোশাকে জন্য মূল্য প্রস্তাব করা যাবে। যার প্রস্তাবিত মূল্য বেশি হবে তাকেই পোশাকটি দেওয়া হবে।

আফসানা ফেরদৌসী জানান, এক নকশার একটি মাত্র পোশাকই নিলামে তোলা হয়েছে। সবগুলো পোশাকই পরিবেশবান্ধব। প্রাকৃতিক রং দিয়ে  ডাই করা হয়েছে। কাপড়ে কাঁথা স্টিচ করে নানা গল্প ফুটিয়ে তোলা হয়েছে। যেখানে স্থান পেয়েছে মাছ, নদী, বন, পশুপাখির গল্প। প্রতিটি পোশাকের নকশাতেই নতুনত্ব রাখা হয়েছে।

সুপরিচিত এই ফ্যাশন ডিজাইনার আরও জানান, প্রতিদিন দুটো পোশাক নিলামে তোলা হয়। মোট পাঁচটি এক্সক্লুসিভ পোশাক নিলামে তোলা হবে। সর্বোচ্চ বিড করা ব্যক্তির কাছে পোশাকটি বিক্রি করা হবে। প্রাপ্ত অর্থ বন্যায় ক্ষতিগ্রস্তদের গৃহ পুনর্বাসন ও কর্মসংস্থান উন্নয়নের জন্য দেওয়া হবে।

Link copied!