বাংলা আমাদের মাতৃভাষা। মাতৃভাষাতেই কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করে সবাই। তবে বাংলার বাইরে অন্য যে ভাষার সবচেয়ে বেশী ব্যবহার হয় তা হচ্ছে ইংরেজি। অর্থাত্ ইংরেজিতেও কথা বলেন অনেকে। যারা ইংরেজি মিডিয়ামে লেখাপড়া করে, তারা ছোট থেকেই ইংরেজি ভাষা শেখায় পারদর্শী হয়। কিন্তু যারা বাংলা মিডিয়ামে পড়াশোনা করছে, তাদের জন্য় সাবলীলভাবে ইংরেজি বলাটা একটু কষ্টকর হতে পারে।
ইদানিং বহিবিশ্বের সঙ্গে যোগাযোগ বেড়েছে। চাকরি কিংবা ব্যবসা সবক্ষেত্রেই বিশ্বের সঙ্গে যোগাযোগের পরিধি বেড়েছে। তাই ইংরেজি ভাষা জানা কর্মক্ষেত্রের জন্য সুবিধাজনক হতে পারে। ইংরেজি ভাষা বুঝতে পারেন অনেকেই। কিন্তু বলতে গেলেই বাধে বিপত্তি। জড়তায় যেন জিভ জড়িয়ে যায়। ইংরেজি গড়গড় করে পড়ে যাওয়া বা কারো কথা বোঝাতেও খুব একটা সমস্যা হয় না। কিন্তু ইংরেজিতে অনর্গল কথা বলতে গেলেই যত ঝামেলা। তাই যারা ইংরেজিতে কথা বলা আয়ত্ত করতে চান, তাদের জন্য কিছু কৌশল বা পরামর্শ থাকছে এই আয়োজনে।
ইংরেজি বই পড়া
‘অক্সফোর্ড ল্যাঙ্গুয়েজ ক্লাব’-এর তথ্য মতে, ইংরেজি ভাষায় দক্ষতা বাড়াতে হলে প্রথমেই সেই ভাষার বিভিন্ন ধরনের বই পড়তে হবে। গল্পের বই, রাজনীতি, খেলাধূলা, সাংবাদিকতা, বিজ্ঞান বিষয়ক নানা ধরনের বই পড়তে হবে। এতে ইংরেজি জানার পরিধি বিস্তৃত হবে। বিশেষজ্ঞরা জানান, ইংরেজি ভাষা সংক্রান্ত যেকোনো বই সংগ্রহ করুন এবং পড়ুন, তাতে ইংরেজিতে দক্ষ হওয়া সহজ হবে।
লেখা অভ্যাস
ইংরেজিতে যেটুকু পড়লেন, তা নিজের মতো লিখে নিন। লেখা অভ্যাস যেকোনো কিছু স্মরণ রাখতে সাহায্য করে। প্রতি দিন অন্তত এক থেকে দু’পাতা বিভিন্ন বিষয়ে লিখুন। নিজের মতো করে লিখুন। প্রথম প্রথম ব্যাকরণে ভুল হবে। ধীরে ধীরে ভুলের সংখ্যা কমে যাবে। আপনি ইংরেজিতে পারদর্শী হয়ে উঠবেন।
পডকাস্ট শুনুন
ইংরেজিতে দক্ষ হতে হলে আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ বা বিনোদন মাধ্যমের পডকাস্ট শুনুন। বিনোদনমূলক হোক বা রাজনৈতিক আলোচনা সবকিছুই শুনুন। পডকাস্ট শুনলে ইংরেজির নতুন শব্দ শেখা যাবে। আবার বাক্যগঠন করে কথাও শিখে যাবেন। যে আলোচনা শুনেছেন তা নিজের মতো করে বোঝানোর চেষ্টা করুন।
অডিও বই
ইংরেজির দক্ষতা বাড়াতে অডিও বই শুনুন। অক্সফোর্ড ইউনিভার্সিটি প্রেসের ভাষাশিক্ষা ক্লাসে বিভিন্ন অডিও শোনানো হয়। ইংরেজি ভাষার উপর দক্ষতা বাড়াতে বিভিন্ন বই ও পত্রিকা থেকে নানা রকম বিষয়বস্তু নিয়ে তার অডিও সিডি বানানো হয়। অনলাইনে অজস্র অডিও বই পাওয়া যাবে। বিভিন্ন নামী বিশ্ববিদ্যালয় তাদের অনলাইন ভাষাশিক্ষার ক্লাসে অডিও সিডি শোনায়। যা নিয়মিত শুনলে ইংরেজি ভাষার দক্ষতা বাড়বে। উচ্চারণে ত্রুটি থাকবে না। জড়তা কেটে যাবে।
ইংরেজি বলার অভ্যাস
ইংরেজি শুনে তা বুঝতে কিংবা ইংরেজি পড়তে পারেন অনেকেই। কিন্তু বলতে গেলেই জড়তা হচ্ছে। সেই জড়তা কাটাতে ইংরেজিতে কথা বলার অভ্যাস করুন। সবার সঙ্গেই ইংরেজিতে কথা বলুন। আয়নায় দাড়িয়ে নিজের সঙ্গেও বলুন। খেয়াল করুন, কোথায় আটকে যাচ্ছেন। কোথায় সমস্যা হচ্ছে। সমস্যাগুলোর তালিকা করুন। এরপর অভিজ্ঞ কাউকে দিয়ে সেই ভুল শুধরে নিন। মনে রাখবেন, যত বেশি অনুশীলন করবেন, তত দ্রুতই ইংরেজি বলা আয়ত্ত করতে পারবেন।