• ঢাকা
  • সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫, ৬ মাঘ ১৪৩০, ২১ রজব ১৪৪৬

পানির ট্যাঙ্কে ভায়োলেট কাঠের টুকরো ফেলে দেখুন, কী হয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: জানুয়ারি ২০, ২০২৫, ০৫:৫৯ পিএম
পানির ট্যাঙ্কে ভায়োলেট কাঠের টুকরো ফেলে দেখুন, কী হয়
ছবি: সংগৃহীত

বাড়ির ছাদে থাকা পানির রিজার্ভ ট্যাঙ্ক কিছুদিন পরপরই নোংরা হয়। যা থেকে নানা ধরণের স্বাস্থ্য সমস্যা হতে পারে। পানি জমে থাকার কারণে ট্যাঙ্কের ভেতরে শৈবাল ও ব্যাকটেরিয়া জন্মায়। যা পানির সঙ্গে মিশে যায়। এতে বিভিন্ন রোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে। তাই পানির ট্যাঙ্কি পরিষ্কার রাখা অত্যন্ত জরুরি।

অনেকেই ঝামেলার কারণে নিয়মিত পানির ট্যাঙ্ক পরিষ্কার করান না। তবে বাড়ির ট্যাঙ্কের পানি সহজেই পরিষ্কার রাখার দারুণ উপায় রয়েছে। যদি একটি কাঠের টুকরো পানির ট্যাঙ্কে ফেলে রাখেন, তবে পরিষ্কার করার প্রয়োজন পড়বে না। অন্তত এক বা দুই বছর পর্যন্ত পানি পরিষ্কার থাকবে। পানিতে  কোনও পোকামাকড় জন্মাবে না। শৈবালও থাকবে না।

বিশেষ এই কাঠটি হলো ভায়োলেট উড বা পার্পলহার্ট কাঠ। এটি পানি বিশুদ্ধকরণ ও পরিষ্কার রাখার জন্য ব্যবহৃত হয়। এটি পেলটোজিন গণের একটি ফুলগাছ। যা মধ্য ও দক্ষিণ আমেরিকার ক্রান্তীয় রেনফরেস্ট থেকে উদ্ভূত হয়। একটি ছোট ভায়োলেট কাঠের টুকরো পানির ট্যাঙ্কে ফেলে রাখলেই তা পরিষ্কার হয়ে যাবে। কারণ এই কাঠে ব্যাকটেরিয়া ও ফাংগাস প্রতিরোধ করার বৈশিষ্ট্য থাকে। এটি ক্ষতিকারক ব্যাকটেরিয়া ও ফাংগাস ধ্বংস করে। এমনকি পোকামাকড় বা শৈবাল জন্মানোর সম্ভাবনাও থাকে না।

ভায়োলেট কাঠ বা বেগুনি কাঠ মূলত জাম ফলের গাছেক কাঠ। যাকে কালো জাম বলা হয়। এই গাছের বৈশিষ্ট্য হলো এই গাছের কাঠ পানিতে পচে যায় না। এটি পানির সংস্পর্শে রাখলেও কোনও পরিবর্তন হয় না। প্রাচীনকাল থেকেই এই কাঠ নৌকা তৈরির কাজে ব্যবহৃত হয়। তাই বাড়ির পানির ট্যাঙ্ক পরিষ্কারের জন্য এই কাঠ ব্যবহার করা যেতে পারে। উচ্চ মানের ভায়োলেট কাঠ কিনে, ভালোভাবে ধুয়ে পানির  ট্যাঙ্কে রেখে দিন। আর কোনো ঝামেলাই থাকবে না। তবে কাঠের টুকরো রাখার আগে অবশ্যই পানির  ট্যাঙ্ক ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে।

 

Link copied!