আঁটসাঁট মোজা পরবেন না যে কারণে


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ১৪, ২০২৪, ০৫:৪৪ পিএম
আঁটসাঁট মোজা পরবেন না যে কারণে
ছবি: সংগৃহীত

যেকোন ঋতুতেই জুতা-মোজা পরার অভ্যাস আছে অনেকেরই। তবে শীতে বেশিরভাগ মানুষই শরীর উষ্ণ রাখতে মোজা পরে। মোজা যেমন শরীরের উষ্ণতা বাড়ায় তেমনি ধূলাবালির হাত থেকেও রক্ষা করে। তবে এক্ষেত্রে যে কোন মাপের মোজা পরলেই হবে না। ঠিকঠাক মোজা পরতে হবে। কারণ ঠিক সাইজের মোজা না হয়ে আঁটসাঁট মোজা হলে, তা স্বস্থির চেয়ে অস্বস্থির কারণ হতে পারে। এছাড়া আরও কিছু সমস্যা হয়। যেমন-

  • মোজা যদি আঁটসাঁট হয় তাহলে তা পায়ে চেপে ধরে রাখে। তখন পায়ের রক্ত চলাচলে ব্যাঘাত ঘটাতে পারে। এতে পা ফুলে যেতে পারে। এমনকি পা অসাড় হয়ে যেতে পারে।
  • মোজা আঁটসাঁট হলে পা বা হাতে জ্বালাপোড়া করতে পারে। অনেক সময় পায়ে ঘামের সৃষ্টি হয়, সেখান থেকে চুলকানির মতো সমস্যাও হতে পারে।
  • বিভিন্ন ত্বকের রোগ, যেমন ডার্মাটাইটিস, ফুসকুড়ি ইত্যাদি হতে পারে সবসময় আঁচসাঁট মোজা পরলে।

তাই আঁটসাঁট মোজা পরা থেকে বিরত থাকুন। সুস্থ থাকুন।

Link copied!