• ঢাকা
  • শনিবার, ০৪ জানুয়ারি, ২০২৫, ২০ পৌষ ১৪৩০, ৪ রজব ১৪৪৬

থার্টি ফার্স্ট নাইটে যা করবেন না


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: ডিসেম্বর ৩১, ২০২৪, ০৫:২৩ পিএম
থার্টি ফার্স্ট নাইটে যা করবেন না
সূত্র: সংগৃহীত

থার্টি ফার্স্ট নাইট মানে বছরের শেষ রাত। বিশ্বজুড়েই এই রাতটি আনন্দের সঙ্গে উদযাপন করা হয়। পুরোনো বছরকে বিদায় আর নতুন বছরকে স্বাগত জানায়। আলোকসজ্জা, নাচ গান, আতশবাজির জমকালো আয়োজন করা হয়। বন্ধু, পরিবার নিয়ে নানা রকম পরিকল্পনাও থাকে। আরও থাকে খাওয়া দাওয়ার বিশেষ আয়োজন। সবমিলিয়ে এই রাত হয়ে উঠে উত্সবমুখর।

থার্টি ফাস্ট নাইটে আনন্দ উদযাপনে বাধা নেই। তবে কিছু কাজের কারণে নিজের ও অন্যের সমস্যার কারণ হতে পারেন। এমন কাজ থেকে বিরত থাকা উচিত। যা নিজের ও অন্যদের জন্য নিরাপদ এবং  সুখকর হবে তাই যেন আনন্দ উদযাপনের মাধ্যম হয়। চলুন জেনে নেই, থার্টি ফাস্ট নাইটে কী কী করা উচিত নয়।

অতিরিক্ত মদ্যপান করবেন না

থার্টি ফার্স্ট নাইটের উদযাপনে অনেকেই মদ্যপান করেন। তবে অতিরিক্ত মদ্যপান আপনার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর এবং এটি বিপজ্জনক। এটি আপনার আত্মনিয়ন্ত্রণ কমিয়ে দেয় এবং ঝুঁকিপূর্ণ আচরণে উদ্বুদ্ধ করতে পারে।

গাড়ি চালানোর সময় মদ্যপান করবেন না

থার্টি ফার্স্ট নাইটে সড়কে দুর্ঘটনার সংখ্যা সাধারণত বেড়ে যায়। মদ্যপ অবস্থায় গাড়ি চালানো নিজের এবং অন্যদের জন্য প্রাণঘাতী হতে পারে। যদি আপনি মদ্যপান করেন, তবে গাড়ি চালানোর দায়িত্ব নেবেন না। বিকল্প হিসেবে ড্রাইভার রাখুন বা রাইড শেয়ারিং সেবার সাহায্য নিন।

জনসমাগমে বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না

অনেক মানুষ থার্টি ফার্স্ট নাইটে পার্টি বা বড় জমায়েতে অংশগ্রহণ করেন। এই সময় বিশৃঙ্খল আচরণ করা বা উচ্চস্বরে চিৎকার করা অন্যদের বিরক্ত করতে পারে। এটি শুধু সামাজিক সমস্যাই নয়,  আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপের কারণও হতে পারে।

আতশবাজি ব্যবহার করবেন না

আতশবাজি উদযাপনের একটি অংশ। কিন্তু আতশবাজি ব্যবহারে অগ্নিকাণ্ড বা গুরুতর আহত হওয়া শঙ্কা থাকে। তাছাড়া পশু-পাখিদের জীবনও হুমকির মুখে পড়ে। তাই আতশবাজি ফুটানো থেকে বিরত থাকুন।

অপরিচিতদের সঙ্গে অতিরিক্ত ঘনিষ্ঠ হবেন না

থার্টি ফার্স্ট নাইটের পার্টি বা উদযাপনে অপরিচিতদের সঙ্গে দেখা হওয়া স্বাভাবিক। তবে তাদের প্রতি অতি বিশ্বাস বা ঘনিষ্ঠতা ঝুঁকিপূর্ণ হতে পারে। অপরিচিত কারো সঙ্গে ব্যক্তিগত তথ্য শেয়ার করা বা তাদের সঙ্গে একা কোথাও যাওয়া এড়িয়ে চলুন।

অতিরিক্ত অর্থ ব্যয় করবেন না

উদযাপনের নামে অযথা অর্থ ব্যয় করা কিংবা বাজেটের বাইরে চলে যাওয়া নতুন বছরের শুরুতেই আর্থিক চাপে ফেলতে পারে। আপনার আয় ও ব্যয়ের মধ্যে সামঞ্জস্য রেখে পরিকল্পনা করুন।

অপরিকল্পিত ভ্রমণে যাবেন না

থার্টি ফার্স্ট নাইটে অনেকেই হুট করে ভ্রমণের সিদ্ধান্ত নেন। এটি বিপজ্জনক হতে পারে। বিশেষ করে যদি আপনি সঠিক প্রস্তুতি না নিয়ে থাকেন। যানবাহনের চাপ, আবহাওয়া এবং নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ভ্রমণের পরিকল্পনা করুন।

অন্যদের অনুভূতিকে উপেক্ষা করবেন না

উদযাপনের সময় অন্যদের অনুভূতি ও ব্যক্তিগত সীমার প্রতি শ্রদ্ধাশীল হওয়া গুরুত্বপূর্ণ। কাউকে জোর করে পার্টিতে নিয়ে যাওয়া বা তাদের অস্বস্তিকর অবস্থায় ফেলবেন না।

অপরিচ্ছন্ন পরিবেশ সৃষ্টি করবেন না

উদযাপনের সময় অনেকেই প্লাস্টিক, কাগজ এবং অন্যান্য বর্জ্য ফেলে পরিবেশ দূষণ করেন। এটি এড়িয়ে চলুন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখুন।

নেতিবাচক মানসিকতা নিয়ে নতুন বছর শুরু করবেন না

থার্টি ফার্স্ট নাইট কেবল উদযাপনের নয়, বরং নতুন বছরে ইতিবাচক পরিবর্তনের প্রতিজ্ঞা করার একটি সুযোগ। এই রাতে অতীতের হতাশা নিয়ে বসে না থেকে ভবিষ্যতের জন্য পরিকল্পনা করুন।

Link copied!