শিক্ষা জাতির মেরুদণ্ড। জাতি শিক্ষিত হলে দেশ উন্নত হয়। উন্নত দেশগুলোর শিক্ষার ওপর বেশি জোর দেয়। জাতিকে শিক্ষিত করতে তারা সব ধরণের পদক্ষেপ নেয়। জানেন কি, পৃথিবীর সব দেশের মধ্যে সবচেয়ে শিক্ষিত দেশ কোনটি? কোন দেশের মানুষ শিক্ষার আলোকে নিজেদের প্রতিষ্ঠিত করেছে?
সম্প্রতি অর্গানাইজেশন ফর ইকোনমিক কো-অপারেশন অ্যান্ড ডেভলপমেন্টের প্রকাশিত শিক্ষা রিপোর্টে এই বিষয়ে জানানো হয়েছে। রিপোর্টের প্রতিবেদন অনুযায়ী, কানাডা বিশ্বের সবচেয়ে শিক্ষিত দেশ। এই দেশের ৫৯.৯৬ ভাগ মানুষ শিক্ষিত। যা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সবচেয়ে বেশি।
গবেষণার ফলাফলে দেখা যায়, ২০১২ সাল পর্যন্ত পৃথিবীর একমাত্র দেশ কানাডা, যাদের ৫১ শতাংশ নাগরিকের বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি রয়েছে। কানাডার অভিবাসন নীতিমালায় কেবল উচ্চ শিক্ষিতদের প্রাধান্য দেওয়া হয় বলে দেশটিতে শিক্ষিতের হার বেশি বলে ধারণা করছেন ওইসিডির বিশেষজ্ঞরা।
ওইসিডির বিশেষজ্ঞরা জানান, পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রতিবছরই চিকিত্সক, প্রকৌশলী, প্রযুক্তিবিদ, কৃষিবিদ,শিক্ষক ও ব্যাংকাররা অভিবাসনের সুযোগ পাচ্ছেন। যারা একটি বড় অংশ। এ ছাড়া ক্যাবচালক, নিরাপত্তাকর্মী ও কারখানার শ্রমিকদের বেশির ভাগই উচ্চ শিক্ষিত।
রিপোর্টে দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে থাকা দেশগুলোর কথাও উল্লেখ করা হয়েছে। বেশি শিক্ষিতের তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে জাপান। সে দেশের ৫২.৬৮ ভাগ মানুষ শিক্ষিত। আর তৃতীয় অবস্থানে রয়েছে লুক্সেমবার্গ।
অনেকেরই ধারণা, শিক্ষিত জনসংখ্যার দিক থেকে আমেরিকা এবং ব্রিটেন সবচেয়ে এগিয়ে। কিন্তু রিপোর্টের তথ্য অনুযায়ী আমেরিকার অবস্থান ৬ এবং ব্রিটেনের অবস্থান ৮-এ রয়েছে। শুধু তাই নয়, আমেরিকাকে হারিয়ে দিয়েছে তালিকায় এগিয়ে রয়েছে সাউথ কোরিয়াও।দেশটির অবস্থান রয়েছে ৪ নম্বরে। আর ইজরায়েল রয়েছে তালিকার ৫ নম্বরে।
আর ব্রিটেনের আগে রয়েছে আয়ারল্যান্ডের অবস্থান। তবে সেরা শিক্ষিত দেশের তালিকার ১০ নম্বরের মধ্যে নেই ভারত কিংবা বাংলাদেশের মতো দেশগুলো।