সন্তানদের ছোটবেলা থেকেই আদর যত্নে লালন পালন করা হয়। ভালবাসা, শৃঙ্খলা এবং সীমানা নির্ধারণের মধ্যে সূক্ষ্ম ভারসাম্য রক্ষা করেই সন্তানদের বড় করা হয়। সন্তান সুখী হবে, প্রতিষ্ঠিত হবে এটা প্রত্যেক বাবা মা প্রত্যাশা করেন। কিন্তু সন্তানকে অতিরিক্ত আদর দিয়ে যদি প্রশ্রয় দেওয়া হয়, তবে তার আচরণগত সমস্যা হতে পারে। যা সন্তানের ওপর দীর্ঘমেয়াদী প্রভাব পড়ে।
কিছু না পেলে ক্ষেপে যাবে
সন্তানকে প্রশ্রয় দিলে অল্পতেই ক্ষেপে যাবে। বিশেষ করে চাওয়া কিছু না পেলে ক্ষেপে যাবে। তার মনের মতো কিছু না হলে, কিংবা কিছু চাওয়া মাত্র না পেলে ক্ষেপে যাবে। শিশুরা "না" মেনে নিতে পারবে না। এতে তাদের মধ্যে হিংস্রভাব দেখা যাবে।
সন্তুষ্টির অভাব থাকবে
সন্তান কিঠু চাওয়া মাত্র পেয়ে যাচ্ছে, তখন তাদের মধ্যে আরও পাওয়ার আকাঙ্ক্ষা দেখা যায়। তারা অল্পতে সন্তুষ্ট হয় না। যা পায় তার প্রশংসা করে না। খেলনা, গ্যাজেট বা জামাকাপড়ের জন্য জেদ করে। তারা বেশি বেশি চাইতে শেখে। যা তাদের স্বভাবকে নষ্ট করে।
কর্তৃত্বকে অসম্মান করে
শিশুরা অত্যধিক আদরে থাকলে কোনো নিয়ম মানতে চায় না। কারো অধীনে থাকতে চায় না। কর্তৃপক্ষেরকে অসম্মান করে। বাবা মায়ের কথাও উপেক্ষা করে।
কাজে সাহায্য করে না
সন্তানকে প্রশ্রয় দিলে তারা বাবা মাকে কোনো কিছুতে সহযোগিতা করে না। অন্যরা তাকে সবকিছু করে দেবে সেই আশা করে। নিজের কাজগুলোও গুছিয়ে রাখতে শেখে না। তারা দায়িত্ব এড়িয়ে যায়।
অতিরিক্ত নির্ভরশীল
অল্পবয়সী সন্তান বাবা মায়ের উপর নির্ভরশীল থাকে। কিন্তু বয়স বাড়লেও যদি সন্তানরা বাবা মায়ের উপর নির্ভরশীল থাকে তবে তা অতিরিক্ত প্রশ্রয়ের কারণেই হচ্ছে। নিজের সক্ষমতা থাকা সত্ত্বেও তারা নিজে থেকে কিছু করতে অস্বীকার করে। তারা নিজের স্বাধীনতাকে উৎসাহিত করে। আত্মবিশ্বাস ও দক্ষতা কমে যায়।
নিজের কাজের পুরস্কার আশা করে
সন্তান যেকোনো কাজের বিনিময়ে শর্ত দিচ্ছে কিংবা পুরুস্কার আশা করছে তবে বুঝবেন এটিও তাদের প্রশ্রয় দেওয়ার কারণেই হয়েছে। সন্তানকে খুশি করতে যে পুরুস্কার দিয়েছেন, পরবর্তী সময়ে তা তার অভ্যাসে পরিণত হয়েছে। এতে সন্তান নিজের লাভ ছাড়া কোনো কাজ করতে চাইবে না। তাদের মধ্যে স্বার্থপরতা কাজ করবে।
হতাশা সামলাতে পারে না
সন্তানকে প্রশ্রয় দিলে তারা অতিরিক্ত নির্ভরশীল হয়ে পড়ে। তাই জীবনে তাদের দ্রুত হতাশা কাবু করে ফেলে। যেকোনো পরিস্থিতি মোকাবেলা করার মতো সাহস থাকে না। যেকোনো কিছু না পেলে বা হেরে গেলে তারা মন খারাপ করে। নিজের আবেগ নিয়ন্ত্রণ করতে শেখে না।