পরিবেশের জন্য মারাত্বক ক্ষতি প্লাস্টিক। ক্ষতিকর হলেও আমাদের দৈনন্দিন জীবনে এর ব্যবহার অনেক । কিন্তু মারাত্মক পরিবেশ দূষণ করছে একবার ব্যবহারযোগ্য থেকে বার বার ব্যবহার করা যায় এমন প্লাস্টিক।
বেশ কিছু পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিক থাকলেও সেগুলো সমুদ্রের পানিতে সহজে দ্রবীভূত হয় না। বছরের পর বছর কেটে যায় কিন্তু প্লাস্টিক মাটি বা পানিতে মিশে যায় না। তাইতো পৃথিবীর বহু স্থানে একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক নিষিদ্ধ।
বিজ্ঞানীরা দীর্ঘদিন ধরেই প্রচলিত প্লাস্টিকের পরিবেশবান্ধব বিকল্প খুঁজছেন। সেই প্রচেষ্টার অংশ হিসেবে এবার জাপানের গবেষকরা এমন এক প্লাস্টিক তৈরির দাবি করেছেন, যা সমুদ্রের পানিতে সম্পূর্ণ মিশে যাবে।
জাপানের রিকেন রিসার্চ ইন্সটিটিউটের বিজ্ঞানীরা এমন একটি প্লাস্টিক তৈরি করেছেন, যা শক্তিশালী কিন্তু মাটি ও সমুদ্রের পানিতে সম্পূর্ণভাবে মিশে যাবে। এই প্লাস্টিক কোনো মাইক্রোপ্লাস্টিকও রেখে যাবে না।
পরীক্ষায় দেখা গেছে, লবণপানিতে রাখার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন প্লাস্টিক ভাঙতে শুরু করে।
আবার মাটিতে রাখলে এ প্লাস্টিক মাত্র ১০ দিনের মধ্যে পচে গিয়ে এমন একটি রাসায়নিক উপাদান তৈরি করে, যা সার হিসেবে মাটিকে উর্বর রাখতে সাহায্য করে।
এই গবেষণায় নেতৃত্ব দেওয়া বিজ্ঞানী তাকুজো আইদা বলেন, এই নতুন উপাদান দিয়ে আমরা এমন এক ধরনের প্লাস্টিক বানিয়েছি, যা শক্তিশালী, স্থিতিশীল, পুনর্ব্যবহারযোগ্য এবং নানা কাজে ব্যবহারের উপযোগী। আর এটি কোনো মাইক্রোপ্লাস্টিক তৈরি করে না।