বিজয় মানেই আনন্দ। ডিসেম্বর বিজয়ের মাস। এই মাসকে আরও বেশি আনন্দ ঘন করতে নিজের ঘরকে সাজিয়ে নিন বিজয়ের সাজে।
বিজয়ের মাস মানেই লাল-সবুজের সাজ। জাতীয় পতাকার লাল সবুজ রঙে রঙিন হয়ে ওঠে চারপাশ। এই রঙেই রাঙিয়ে তুলুন নিজের সঙ্গে সঙ্গে নিজের ঘরও। চলুন দেখে নেই কীভাবে নিজের ঘরকে বিজয়ের সাজে সাজাবেন-
- ঘরকে বিজয়ের সাজে রাঙিয়ে তুলতে ঘরের কোণায় কোণায় রাখতে পারেন লাল সবুজের ছোয়া। এ ক্ষেত্রে ঘরের পর্দা, সোফা কাভার ও কুশন কাভার, বিছার চাদর ও বালিশের কাভারে লাল-সবুজ থিম ব্যবহার করতে পারেন।
- ঘরের কোন বড় দেয়াল যদি খালি থাকে তাহলে সেখানে মুক্তিযুদ্ধের ছবি বা পোস্টার লাগাতে পারেন।
- এ সময় রাস্তায় রাস্তায় পতাকা বিক্রি হতে দেখা যায়। বাজার থেকে সঠিক মাপ ও রঙের পতাকা সংগ্রহ করে ঘরের দেয়ালে পতাকা লাগাতে পারেন। ঘরের যে দেয়ালটি বড় সেখানে একটি বড় পতাকা ও জানালা, বারান্দায় ছোট ছোট পতাকা ঝুলিয়ে লাগিয়ে দিন। তবে অবশ্যই পতাকা কেনার সময় মাপ ও রঙ খেয়াল করে করবেন।
- রাতে ঘরকে আলোকিত করতে লাল-সবুজ রঙের ফেইরি লাইট ব্যবহার করতে পারেন। তবে লাইট থেকে যেন কোন দুর্ঘটনা না ঘটে সেদিকে খেয়াল রাখবেন।
- ঘরের পরিবেশ সুন্দর ও পরিবেশ বান্ধব রাখতে ঘর সবুজ ইনডোর প্ল্যান্ট দিয়ে সাজাতে পারেন।