ত্বকের পরিচর্যায় রূপচর্চা করা উচিত। প্রতিনিয়ত ধুলোবালি জমে ত্বকে মরা কোষ বা ডেড স্কিন সেল হয়। যা পরিষ্কারের জন্য স্ক্রাবের ব্যবহার করা হয়। আবার ত্বকের উজ্জ্বল ভাব ঠিক রাখতেও স্ক্রাব ব্যবহার জরুরি। কারণ স্ক্রাব ত্বকের মরা কোষ সরিয়ে ফেলে। অনেকে প্রায় প্রতিদিনই স্ক্রাব ব্যবহার করেন। কিন্তু এতে হিতে বিপরীত হয়। ত্বকের বেশি স্ক্রাব ব্যবহারে একাধিক সমস্যা দেখা যায়। তাই ত্বকে কীভাবে স্ক্রাব ব্যবহার করবেন, কতদিন পরপর স্ক্রাব করতে হবে, স্ক্রাব করা সঠিক পদ্ধতি জানতে হবে। নয়তো ত্বকের উপকারের পরিবর্তে অপকারই বেশি হবে।
বিশেষজ্ঞরা জানান, প্রতিদিন ত্বকে স্ক্রাব ব্যবহারে সাবধান হতে হবে। কারণ এটি ত্বকে ব্রণসহ নানা সমস্যা সৃষ্টি করতে পারে। সপ্তাহে দু`বারের বেশি স্ক্রাব ব্যবহার করা উচিত নয়। কারণ এর বেশি স্ক্রাব করলে ত্বক রুক্ষ-শুষ্ক হয়ে যায়। ত্বকে স্ক্রাব ব্যবহারের পর অবশ্যই ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। নয়তো ত্বক হাইড্রেটেড থাকবে না।
বিশেষজ্ঞরা আরও জানান, ত্বকে বেশি স্ক্রাব ব্যবহার করলে রোমকূপ উন্মুক্ত হয়ে যায়। এতে ত্বকে ব্রনের সমস্যা বাড়ে। স্কিন পোরসগুলো মুক্ত হয়ে যাওয়ায় ইনফেকশনও হতে পারে। এছাড়া বলিরেখার সমস্যাও দেখা দেয়। এছাড়াও সূর্যের ক্ষতিকারক রশ্মির প্রভাব বেশি মাত্রায় পড়ায় ত্বকে দ্রুত ট্যান পড়া শুরু করে।
ত্বক যদি সেনসিটিভ হয় তবে স্ক্রাব ব্যবহারে আরও সতর্ক হতে হবে। এক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নিয়ে ত্বক স্ক্রাব করতে হবে। কারণ নিয়মিত ত্বকে স্ক্রাবের ব্যবহার ত্বকে গঠন খারাপ করে দিতে পারে। অ্যালার্জি, র্যাশ, লালচে ভাব, অস্বস্তি দেখা দেয়। এমনকি অতিরিক্ত স্ক্রাবের ব্যবহার ত্বকে দাগ হতে পারে। যা চিরস্থায়ী থেকে যেতে পারে। তাই অতিরিক্ত স্ক্রাব ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকা জরুরি।