• ঢাকা
  • শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৪, ১২ আশ্বিন ১৪৩১, ২৩ রবিউল আউয়াল ১৪৪৬

মেকাপের মাধ্যমে ঢেকে ফেলুন ব্রণের কালো দাগ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৬, ২০২৪, ০৩:৫৪ পিএম
মেকাপের মাধ্যমে ঢেকে ফেলুন ব্রণের কালো দাগ
ছবি : সংগৃহীত

রোদে বৃষ্টিতে ভিজে মুখে ব্রণ বা গোটা হয়। সে থেকে রোদের পোড়া দাগ বা ব্রণের দাগ স্পষ্ট হয়েছে। এরই মধ্যে পূজা চলে এসেছে। কিন্তু মুখের এসব দাগ তোলার মতো সময় বা সুযোগ হাতে নাই। অথচ পূজায় ঘুরে বেড়ানোর অনেক পরিকল্পনা এরই মধ্যে হয়ে গেছে। সেক্ষেত্রে মুখের এসব দাগ অনেকের আত্মবিশ্বাস নষ্ট করে দেয়। তবে সে ক্ষেত্রে মুখের দাগ ঢাকতে পারেন মেকাপের মাধ্যমে।

  • মুখের দাগ ঢাকার জন্য শুরুতেই মুখে বরফ ঘষে নিন। বিশেষ করে ব্রণর জায়গাগুলিতে। এতে দুইটা লাভ হবে। ত্বক তরতাজা দেখাবে, মেকআপও দীর্ঘ সময় টিকে থাকবে।
  • এর পর ময়শ্চারাইজারের সঙ্গে একটু গোলাপ জল মিশিয়ে মুখে লাগান। এটি টোনারের মতো কাজ করবে।
  • ময়শ্চারাইজারের পর প্রাইমার ও পরে ফাউন্ডেশন দিয়ে বেস মেকআপ করে নিন। মুখের যে জায়গাগুলিতে ব্রণর কালো দাগ রয়েছে, সেখানে কয়েক ফোঁটা ফাউন্ডেশন লাগিয়ে আঙুল দিয়ে মিশিয়ে নিন।
  • কনসিলার লাগাতে ভুলবেন না। বিশেষ করে দাগছোপের জায়গায়। ত্বকের রং ও ধরন অনুযায়ী দাগের উপর কনসিলার লাগাতে হবে। কনসিলার লাগিয়ে বেস মেকআপের সঙ্গে মিলিয়ে দিন।
  • প্রত্যেকর মুখের গড়ন আলাদা। সেই অনুযায়ী কনট্যুরিং হবে আলাদা। সামঞ্জস্য কনট্যুরিং ব্যবহার করুন। এরপর গোলাপি, পিচ বা কোরাল রঙের ব্লাশ করে নিতে পারেন। মুখের দাগ লুকাতে এই রং গুলো বেশ কার্যকর।
Link copied!