• ঢাকা
  • মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪, ১ আশ্বিন ১৪৩১, ১৩ রবিউল আউয়াল ১৪৪৬

অল্প উপকরণ দিয়ে সহজেই বানাতে পারেন কুকিজ


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৪, ০৭:৩১ পিএম
অল্প উপকরণ দিয়ে সহজেই বানাতে পারেন কুকিজ
ছবিঃ সংগৃহীত

কুকিজ ছোট বড় সবাই পছন্দ করে। কিন্তু সবসময় বাইরে থেকে না এনে সহজেই ঘরে বানিয়ে নিতে পারেন এটি। রেসিপিটা দেখে নিন-

যা যা লাগবে

  • ময়দা ৪ কাপ
  • তেল ৪ টেবিল চামচ
  • ডিম ২ টি
  • চিনিগুঁড়া ২ কাপ
  • গোলাপজল দেড় চা–চামচ
  • সামান্য লবণ

যেভাবে বানাবেন
সব উপকরণ একসঙ্গে মেখে আধা ঘণ্টা নরমাল ফ্রিজে ঢেকে রাখুন। একটি পাতিল গরম করে এর ওপর একটা স্ট্যান্ড রাখুন। তার ওপর একটা স্টিলের প্লেট অথবা অ্যালুমিনিয়ামের সমান ঢাকনার ওপর সামান্য তেল ব্রাশ করে নিন। গোল গোল আকারে করে এর ওপর দিয়ে দিন। এবার মাঝারি আঁচে ১০ মিনিট আর কম আঁচে ২০ মিনিট ঢেকে রাখুন। বিস্কুট হয়ে গেলে চুলা থেকে নামিয়ে নিন। ঠান্ডা হলে মুচমুচে হয়ে যাবে। এবার কুকিজগুলো কাচের বয়ামে সংরক্ষণ করে নিন।

Link copied!