টয়লেট পরিষ্কার রাখার একটি জাপানিজ টেকনিক আছে। সারারাত টয়লেটে লবণ দিয়ে রাখুন, সকালে ফলাফল দেখে অবাক হবেন। জাপানে লবণ শুধু রান্নাঘরের মসলা হিসেবে ব্যবহার করা হয় না, রান্নাঘর বা বাথরুমের মতো ঘর পরিষ্কার করার ক্ষেত্রেও একটি পরিচ্ছন্নতার উপাদান হিসেবে ব্যবহৃত হয়। জেনে নিন লবণ দিয়ে কীভাবে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবেন।
গন্ধ দূর করে
বাথরুম বা টয়লেটের এক কোণে একটি বাটিতে বড় দানার লবণ রেখে দিন রাতভর। এতে টয়লেটের দুর্গন্ধ দূর হবে সহজেই। পরের দিন সকালে ওই লবণ ফুটন্ত পানিতে একটি পাত্রে মিশিয়ে কমোডে ঢেলে দিন। এতে কমোডও পরিষ্কার থাকবে আবার টয়লেটের ভেতরেও কোনো দুর্গন্ধ থাকবে না।
ড্রেন ক্লিনার
মোটা দানার লবণ বর্জ্য পরিষ্কারের ক্ষেত্রে দুর্দান্ত কাজ করে। বাথরুম পরিষ্কার করার জন্য মোটা দানার লবণ বাথরুমের মেঝেতে ছড়িয়ে দিন, তারপর ব্রাশ জালি কিছু একটা দিয়ে বাথরুমের ফ্লোর ঘষে ধুয়ে ফেলুন। আর কমোড পরিষ্কারের ক্ষেত্রে বেশ খানিকটা লবণ কমোডে ছড়িয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখুন কয়েক ঘণ্টা। তারপর গরম পানি ঢেলে পরিষ্কার করে নিন।
টাইলসের দাগ
বাথরুমের কোণ, বাথটাব বা টয়লেটের কোণায় জমে থাকা হলদে বা কালচে দাগ দূর করতেও লবণ বেশি উপকারী। বাথরুমের বসে যাওয়া দাগ দূর করতে আধা কাপ লবণ, এক চা চামচ বেকিং সোডা ও পানি মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন ও দাগের স্থানে ছড়িয়ে দিন। এরপর এই পেস্ট দাগের জায়গায় দিয়ে সারারাত রেখে দিয়ে পরেরদিন সকালে ধুয়ে ফেলুন।