• ঢাকা
  • শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ২৯ চৈত্র ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৬

রঙিন নকশার চশমায় বৈশাখ উদযাপন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ১২, ২০২৫, ০৫:৩৫ পিএম
রঙিন নকশার চশমায় বৈশাখ উদযাপন
সূত্র: সংগৃহীত

ফ্যাশনে নিত্যনতুন স্টাইল আসতেই থাকে। বৈশাখকে কেন্দ্র করেও বাঙালিরা ফ্যাশনে নতুনত্ব নিয়ে আসে। পোশাকের পাশাপাশি আনুষাঙ্গিক সবকিছুতেই থাকে বৈশাখের ছোঁয়া। বৈশাখের রঙে এবার নতুন স্টাইল এসেছে চশমায়। গত বছরই বৈশাখে রঙিন চশমার চল আসে। তবে এই বছর যেন সেই স্টাইল বাঙালির ফ্যাশনের তুঙ্গে উঠে এসেছে। বলা যায়, ফ্যাশন অনুষঙ্গের চলতি ধারায় রঙিন নকশার চশমা  পরার স্টাইল এখন বেশ জনপ্রিয়তা পাচ্ছে।

সাধারণত বৈশাখে প্রচুর গরম থাকে। ভোর থেকেই রোদের তাপ থাকে। সারাদিন রোদ মাথায় নিয়েই বৈশাখ উদযাপন করে বাঙালিরা। তাই পোশাকের সঙ্গে মানানসই সানগ্লাস কিনতে ভুলেন না অনেকেই। সেই কথা মাথায় রেখেই বৈশাখ স্টাইলে নতুন রঙিন নকশার চশমা এসেছে বাজারে। ফ্যাশনিস্তারা নতুন এই চশমার প্রতি ঝুঁকছেন। নানা রঙের খেলা থাকে সেই চশমায়। তাই যেকোনো রঙের পোশাকের সঙ্গেই বেশ মানিয়ে যায়।

ফ্যাশনপ্রেমীরা নামীদামি ব্র্যান্ডের সঙ্গে এখন স্টাইলের কথাও মাথায় রাখেন। তাই একরঙা ফ্রেমের কালো চশমা থেকে বেরিয়ে এখন রঙিন নকশা কিংবা বহুবর্ণিল ফ্রেমের চশমার দিকে ঝুঁকছেন।

কী থাকে রঙিন নকশার চশমায়

বৈশাখ উদ্‌যাপনে এই বছর আপনারও সঙ্গী হতে পারে রঙিন নকশার চশমা। হাতেই বিভিন্ন নকশা আঁকা হয় এই চশমায়। যেখানে থাকে কিশ কিংবা রিকশা আর্টের নানা রকম মোটিফ। লাল, নীল, হলুদ, সবুজ, গোলাপি রং ছাড়াও অন্যান্য পপিং রঙের আধিপত্য রয়েছে এই চশমায়। যা এই চশমায় যোগ করে ভিন্ন আমেজ।

রঙিন নকশার চশমায় আঁকা হয় ফুল, পাতা, বিখ্যাত শিল্পী ভ্যান গঘের আঁকা ছবি ‘স্টারিনাইট, বাংলা ছবির সংলাপ, কবিতার লাইন, ট্রেন্ডিংয়ে থাকা কোনো সংলাপ। আবার অনেকে নিজের পছন্দমতো নকশাও আঁকিয়ে নিতে পারেন। এসব চশমা বিভিন্ন আকৃতির পাওয়া যায়। মুখের আকৃতি ধরন অনুযায়ী পানপাতা বা হার্ট আকৃতি, ডিম্বাকৃতি, গোল ও চৌকো হয় এসব চশমা। পছন্দমতো যেকোনো আকৃতি  বেছে নেওয়ার সুযোগও থাকে।

রঙের খেলায় মেতে উঠা এই চশমা টপস, শার্ট, টি-শার্ট, এমনকি শাড়ির সঙ্গেও বেশ মানানসই হয়। শুধু তাই নয়, বিয়ের আনুষ্ঠানিকতাতেও এখন বেশ ট্রেন্ডি অনুষঙ্গ এই রঙিন নকশার চশমা।

রিকশা পেইন্টের রোদচশমা এখন ভ্রমণের জন্যেও জনপ্রিয়। কোথাও ঘুরতে গেলে পরিবারের সবাই কিংবা বন্ধুরা একই রকম রঙিন চশমা পরছেন। ছবি তুলছেন। যা সোশ্যাল মিডিয়ায় প্রশংসাও কুড়াচ্ছে।

Link copied!