• ঢাকা
  • রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শীতকালে বিয়ে করলে পাবেন যত সুবিধা


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: নভেম্বর ২, ২০২৪, ০৫:২৪ পিএম
শীতকালে বিয়ে করলে পাবেন যত সুবিধা
ছবি : সংগৃহীত

ধীরে ধীরে পায়ে পায়ে এগিয়ে আসছে শীত। শীত মানেই নানান রকম উৎসব আনন্দ। আর শীত কাল এলেই বিয়ের ধুম পড়ে যায়। এখন প্রশ্ন হচ্ছে শীত কালেই বেশি বিয়ে হয় কেন? আসলে শীতকালে বিয়েতে কিছু সুবিধা পাওয়া যায়। যেমন-

ছুটি
বছরের বেশিভাগ সময়ে স্কুল- কলেজে পরীক্ষা থাকলে শীতের সময়টায় বিশেষ করে বছরের শেষের দিকে বার্ষিক পরীক্ষা শেষে স্কুল বন্ধ থাকে। এসময় তাদের সঙ্গে ছুটি মিলিয়ে বড়রাও সহজে বেড়াতে যেতে পারেন। এ সুযোগেই সব আত্মীয়স্বজন একত্রিত হতে পারেন। যা বছরের অন্য সময়ে সম্ভব না। তাই বছরের শেষে অর্থাৎ শীতে বিয়ের ধুপ পড়ে যায়।

সাজে স্বস্তি
বিয়ে মানেই সাজগোজ। বর-বউ থেকে শুরু করে আত্মীয় স্বজন সবাইকেই সাজতে হয়। আর শীতের সময়ে যত খুশি সাজুন, নষ্ট হওয়ার ভয় নেই। শীত বাদে বাকি সময়টায় মেকআপ লাগিয়ে সাজলে মুশকিল। একটু বেশি ঘামলেই গলে গলে পড়ে যাওয়ার ভয় থাকে। তাই শীতেই বিয়ে করলে সুবিধা।

ডেকোরেশন
শীতকালে ফুল সহজলভ্য এবং ফুলের সমাহার থাকে। আর বিয়েতে ঘর সাজানো বা বিয়ের মঞ্চ কিংবা বউয়ের খোপা সব কিছুতেই ফুল লাগে। তাই তখনই ভালো ও কম দামে ফুল কিনে মনের মতো করে সাজানো সম্ভব।

স্বস্থিদায়ক
বিয়ে মানেই অনেক রকম কাজ। মেহমানদের আপ্যায়ন, ডেকোরেশন, খাওয়াদাওয়ার ব্যবস্থা করা এসবই করতে হয় আয়োজকদের। গরমে এতো সব কাজ করতে গিয়ে অল্পতেই ক্লান্ত হয়ে পড়ে। কিন্তু শীতে কাজ করা স্বস্থিদায়ক। শরীর থেকে বেশি ঘাম না ঝড়ার কারণে ক্লান্তিও কম আসে। তাই শীতে বিয়ের কাজে স্বস্থিদায়ক। এইটাও একটা শীতে বিয়ে করার সুবিধা।

খাওয়া-দাওয়া
বিয়ে মানেই নানা ধরনের সুস্বাদু খাবার। পোলাও, বিরিয়ানি, রোস্ট, রেজালা, মাংসের চপ, বেগুনি বিয়ের অনুষ্ঠানে এগুলো একেবারে কমন আইটেম। তবে এসব খাবারে গরমে খেলে পেটে সহ্য হয় না অনেকেরই। আবার খাবার দ্রুত নষ্ট হয়ে যাবার ভয় থাকে। সেদিক দিয়ে বিবেচনা করলে শীত কালে খেয়ে আরাম। পেটে সমস্যা বা বদহজম হওয়ার সম্ভাবনা কম থাকে আবার খাবারও দ্রুত নষ্ট হয় না। তাই শীতকালেই বিয়ে ভালো।

হানিমুন
শীতকাল ভ্রমণের জন্য উপযুক্ত সময়। হোক পাহাড় কিংবা সমুদ্র শীতেই জমে উঠে এসব জায়গা। তাই বিয়ের পর হানিমুনে যেতে শীতকালই উপযুক্ত সময়। 

Link copied!