• ঢাকা
  • শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ঈদে বাড়ি ফেরার সময় সাবধান থাকুন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৪, ০৬:১৭ পিএম
ঈদে বাড়ি ফেরার সময় সাবধান থাকুন

ঈদ মানেই আনন্দ। আনন্দ পরিবারের সঙ্গে উপভোগ করতে নাড়ির টানে গ্রামে ছোটেন অনেকেই। বলা যায়, রাজধানীর এক তৃতীয়াংশ মানুষই গ্রামে ঈদ উদযাপন করতে যান। আবহাওয়ার বৈরিতাকেও উপেক্ষা করে ছুটে যান পরিবারের কাছে। ঈদের কয়েকদিন আগে থেকেই সড়ক পথে এবং নৌ পথে থাকে প্রচণ্ড ভিড়। এমন ভিড়ে অনেক দুর্ঘটনাও ঘটে। এই সময় বিভিন্ন অসাধু চক্র সক্রিয় হয়ে যায়। যারা সাধারণ মানুষের সরলতার সুযোগ নিয়ে তাদের ক্ষতি করে। তাই বাড়ি ফেরার সময় সাবধান থাকা প্রয়োজন।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বেশ সরব হয়ে উঠেছে একটি চক্রের অসাধু কার্যকলাপের কথা। জানা যায়, একটা কেমিক্যালের ব্যবহার তথ্য প্রযুক্তির কল্যাণে কিছু অসৎ মানুষের হাতে পড়েছে। এই কেমিক্যালের নাম স্কোপোলামিন। এই কেমিক্যাল দিয়ে সাধারণত সাড়ে ৩ ফিট দূর থেকেও বাতাসের মাধ্যমে মানুষকে আসক্ত করতে পারে। যা মানুষের নাকের মাধ্যমে শরীরে প্রবেশ করে। এর ফলে মানুষের মস্তিষ্কের প্রাইমারি ইনিশিয়াল স্টেজ অফ থিংকিং অর্থাত্ মানুষের চিন্তা করার ক্ষমতা নষ্ট করে দিতে পারে। এমনকি মানুষ তাৎক্ষণিকভাবে সামনে থাকা  মানুষের নাচের পুতুল হয়ে যায়। তখন যা কমান্ড দেওয়া হবে আক্রান্ত ব্যক্তি তাই করবে। এমন ভয়ঙ্কর অনেকে পরিস্থিতির সম্মুখীন হতে পারেন সাধারণ মানুষ। তাই ঈদে প্রচণ্ড ভিড়ে বাড়ি ফেরার সময় কিছু সতর্কতা অবলম্বন করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। যেমন_

  • অপরিচিত কারো থেকে কিছু খাওয়া যাবে না। যত ভালো মানুষই মনে হোক না কেন অন্যদের সঙ্গে ঘনিষ্টতা বাড়ানো যাবে না। নিজের কোনো খাবার শেয়ার করবেন না। অন্যের খাবারও খাবেন না।
  • বাড়ি থেকে বের হওয়ার সময়ই পরিবারের সবাই মাস্ক পরে নিন। যাত্রাপখে সব সময় মাস্ক পরেই থাকুন।
  • আপনার মুখের সামনে অপরিচিত কোনো লোকের হাত আনতে দিবেন না। হাতটা আপাত দৃষ্টিতে খালি মনে হলেও তা থেকে সতর্ক থাকবেন।
  • মাস্ক নিতে ভুলে গেলেও বাইরের যেকোনো জায়গা থেকেই তা কিনবেন না। বরং কোনো ওষুধের দোকান থেকে কিনে নিন। যেখানে নিরাপদ মনে করছেন এমন দোকান থেকে মাস্ক কিনুন। হাতে নিয়ে বিক্রি করা যেকোনো লোকের কাছ থেকে মাস্ক কিনবেন না।
  • একা যাত্রী হয়ে কোনো গাড়িতে উঠবেন না। যেসব গাড়িতে অনেক মানুষ থাকবে সেসব গাড়িতে যাত্রা করুন।
  • সিটে অথবা সিটের আশেপাশে পড়ে থাকা পানি ভুলেও খাবেন না। কিংবা প্রচণ্ড গরম লাগলেও সেই পানি দিয়ে চোখে মুখে ছিটাবেন না।
  • অপরিচিত কোনো লোক আপনার ঠিকানা জানার জন্য কাগজ হাতে দিতে চাইলে তা এড়িয়ে যাবেন। কাউকে নিজের ঠিকানা বা ব্যক্তিগত কথাও শেয়ার করবেন না। এছাড়াও কোনো কাগজে ঠিকানা দেখার কথা বলে আপনার চোখের সামনে আনতেও দিবেন না।
  • গাড়ির ভেতরে কেউ যদি আপনাকে মুখ দিয়ে বাতাস করে তবে সঙ্গে সঙ্গে চেচিয়ে উঠুন। আশেপাশে থাকা সবাইকে অবহিত করুন।
  • কেউ যদি ইফতারের সময় ইফতার অথবা খেজুর দেন তা খাবেন না। বিশ্বাস যোগানোর জন্যে হয়তো নিজেরা আগে খেয়ে দেখাবে। তবুও কাউকে বিশ্বাস করবেন না। যাত্রাপথের জন্য নিজেই খাবার সঙ্গে নিয়ে রাখুন।
  • গাড়ির ভেতরে কারো সঙ্গে বন্ধুত্ব করবেন না। অনেকেই বন্ধুত্ব করে সব হাতিয়ে নেন।
  • মাস্ক ব্যবহারের বিষয়ে আরও সতর্ক হতে হবে। অবশ্যই কাপড়ের মাস্ক ব্যবহার করবেন।
  • মোবাইলে ঘড়ির টাইমটা ঠিক করে দেন বলে কেউ হাতে কোন মোবাইল ফোন দিতে চাইলে তা নিবেন না। কারন কেমিক্যাল হাতে লাগলে মনের অজান্তেই তা মুখের কাছে চলে যাবে। যা থেকে ক্ষতি হয়ে যাবে। তাই সাবধান থাকুন।

 

সূত্র: ফেসবুক

Link copied!