জমজমাট ঈদ কেনাকাটা চলছে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানের শপিং মলে এখন উপচে পড়া ভিড়। শপিংয়ে যেমন ব্যস্ত সবাই, অন্যদিকে বিপদের ঘটনাও কম ঘটছে না। অদৃশ্য বিপদ যেন হঠাত্ই চলে আসে। ঈদের সময় পকেটমার, জাল টাকা, ব্যবসায়ীদের প্রতারণাসহ অনাকাঙ্ক্ষিত ঝামেলায় পড়তে হয়। তাই ঈদ কেনাকাটায় গিয়ে বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি।
পকেটমার-ছিনতাইকারী আতঙ্ক
ঈদের সময় পকেটমার ও ছিনতাইকারীদের উপদ্রব বেড়ে যায়। বিপনিবিতানে ক্রেতা সেজেই পকেটমাররা ঘোরাফেরা করে। আর রাস্তার ধারে ছিনতাইকারীরাও সুযোগের অপেক্ষায় থাকে। তাই ঈদের সময় এই ধরণের বিপদ থেকে রক্ষা পেতে সতর্ক থাকতে হবে। প্রয়োজনের বেশি নগদ টাকা সঙ্গে রাখবেন না। মূল্যবান জিনিসপত্র নিরাপদে রাখুন। কাঁধে ব্যাগ না রেখে হাতে শক্তভাবে ধরুন। মানিব্যাগ সামনের পকেটে রাখুন। বেশি রাতে শপিংয়ে না বের হওয়াই ভালো।
শিশুদের সঙ্গেই রাখুন
ঈদের বাজারে প্রচণ্ড ভিড় হয়। এই সময় শিশুরা সঙ্গে থাকলে তাদের প্রতি খেয়াল রাখা প্রয়োজন। কেনাকাটার সময় শিশুর দিকে মনোযোগ হারালে চলবে না। শিশুদের পোশাকের পকেটে একটি কাগজে ফোন নম্বর ও ঠিকানা লিখে দিন। খুব প্রয়োজন না হলে শিশুদের নিয়ে বের হবেন না।
অতিরিক্ত কেনাকাটা করবেন না
ঈদ বাজারে যাওয়ার আগে কেনাকাটার তালিকা করে নিন। অপ্রয়োজনীয় বা অতিরিক্ত কেনাকাটা করবেন না। এতে নিজেও অসুস্থ হয়ে পড়বেন। আবার অতিরিক্ত খরচও বাড়বে।
দাম যাচাই করুন
ঈদের বাজারে অতিরিক্ত মূল্য নেয় বিক্রেতারা। তাই যেকোনো প্রডাক্টই দরদাম কিনুন। বিভিন্ন দোকান ঘুরে দাম যাচাই করুন। এরপর কেনার সিদ্ধান্ত নিন।
অনলাইনে কেনাকাটায় সাবধান
অনলাইনে কেনাকাটা সেরে নেওয়া ভালো। এতে সময় ও বিপদ এড়ানো যায়। কিন্তু অনলাইন কেনাকাটা করবেন বিশ্বস্ত ওয়েবসাইট থেকে। পরিচিত পেজে অর্ডার করুন। ক্যাশ অন ডেলিভারিতে প্রডাক্ট কিনুন।
জাল নোট
ঈদের সময় জাল টাকার সংখ্যাও বেড়ে যায়। ফুটপাতের দোকানে জাল নোটের লেনদেন বেশি হয়। জাল নোট কীভাবে শনাক্ত করতে হয়, তা জেনে নিন। নোট যাচাই করার জন্য কাউন্টারফিট মানি ডিটেক্টর কলম সঙ্গে রাখতে পারেন।
অফারের ফাঁদ
ঈদের সময় বিভিন্ন দোকানে অফার থাকে। ‘বাই ওয়ান গেট থ্রি’ বা ‘৫০% ছাড়’—এ ধরনের অফার দেওয়া হয়। এতে পণ্যের দাম বাড়িয়ে এরপর ডিসকাউন্ট দেখানো হয়। তাই সঠিক পণ্যের দাম বুঝেই কেনাকাটা করুন।
ডিজিটাল পেমেন্ট
নগদ টাকায় পেমেন্ট না করে ডিজিটাল পেমেন্ট করুন। মোবাইল ব্যাংকিং, ডেবিট বা ক্রেডিট কার্ড ব্যবহার করুন। যেসব দোকানে এসব সুবিধে রয়েছে, সেখান থেকে কেনাকাটা সারুন। নগদ টাকা সঙ্গে রাখলেও তার পরিমাণ যেন কমই থাকে।