• ঢাকা
  • বৃহস্পতিবার, ১৩ মার্চ, ২০২৫, ২৮ ফাল্গুন ১৪৩০, ১২ রমজান ১৪৪৬

রূপচর্চায় বেসন


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মার্চ ১২, ২০২৫, ০৯:৩১ পিএম
রূপচর্চায় বেসন
ছবি: সংগৃহীত

প্রায় সব বাড়িতেই এখন বেসন রয়েছে। রমজানে ইফতারের পদ বানাতে বেসন তো থাকতেই হয়। কেউ বাজারের কেনা বেসন দিয়েই ইফতার বানান। কেউ আবার নিজেই বেসন বানিয়ে নেন। বেসনে চাল ও কয়েক পদের ডালের সংমিশ্রণ থাকে। যা দিয়ে মুচমুচে ইফতারের পদ বানানো যায়। এই বেসন আবার রূপচর্চাতেও জনপ্রিয়। যার ব্যবহার হয়ে আসছে বহু আগ থেকেই।

রূপচর্চায় বেসনের ব্যবহার অনেকেরই অজানা। অথচ খুব সহজেই বেসনের প্যাক লাগিয়ে ত্বকের উজ্জ্বলতা বাড়াতে পারেন। ঈদের আগে পার্লারে না ছুটে বেসন দিয়েই রূপচর্চা করে নিন।

বেসনের সঙ্গে হালকা পানি মিশিয়ে পেস্ট তৈরি করে নিন। এটি পুরো মুখে গলায় লাগিয়ে পাঁচ মিনিট রেখে দিন। এরপর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন। ত্বকের তেলচিটে ভাব দূর হয়ে যাবে। ত্বককে ভেতর থেকে পরিষ্কার করবে। সেই সঙ্গে ত্বক হবে মৃসণ।

ত্বকে ছোট ছোট ছিদ্র রয়েছে? ব্ল্যাক হেডসও থাকে অনেকের। যা দূর করা যাবে বেসন দিয়েই। হালকা গরম পানি দিয়ে মুখ ভালোভাবে ধুয়ে নিন্ এবার বেসনের পেস্ট লাগিয়ে নিন পুরো মুখে। ১৫ মিনিট রাখুন। এরপর মুখ ভালোভাবে ম্যাসাজ করুন। ৫ মিনিট ম্যাসাজ করে স্বাভাবিক পানি দিয়ে মুখ ধুয়ে নিন।

ত্বকের উজ্জ্বলতা বাড়াতে এবং ও দাগ দূর করতে বেসনের প্যাক অত্যন্ত কার্যকরী। ৩ চা চামচ কাঁচা দুধ কিংবা ১ চা চামচ টক দইয়ের সঙ্গে বেসন মিশিয়ে প্যাক বানিয়ে নিন। ৩ মিনিট মুখে ভালো করে ম্যাসাজ করুন। এরপর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন।

বেসন ব্যবহার করে রোদের পোড়া দাগও দূর করতে পারেন। ২ টেবিল চামচ বেসনের সঙ্গে ১ টেবিল চামচ টক দই মিশিয়ে লাগিয়ে নিন। ২০ মিনিট রেখে ধুয়ে নিলেই ত্বকের পোড়াভাব কমে যাবে।

Link copied!