• ঢাকা
  • শুক্রবার, ১৩ ডিসেম্বর, ২০২৪, ২৮ অগ্রহায়ণ ১৪৩১, ১১ জমাদিউস সানি ১৪৪৬

আনলাকি থার্টিনে জিতলেন ৫ কোটি টাকা!


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: মে ৮, ২০২৩, ০২:২৬ পিএম
আনলাকি থার্টিনে জিতলেন ৫ কোটি টাকা!

যুক্তরাষ্ট্রের মিশিগানের এক ব্যক্তি একটি লটারির টিকিট কিনে ৪০ (৪ হাজার টাকা) ডলার পুরষ্কার জিতেছেন। কিন্তু এতে তার মন ভরছিল না। তাই তিনি ওই ৪০ ডলার দিয়ে পুনরায় ১৩টি লটারির টিকিট কেনেন। প্রথম বারের মতো এবারও ভাগ্যবিধাতা তাকে নিরাশ করেনি। আবারও জিতলেন লটারি তবে এইবার যে পরিমাণ অর্থ তিনি জিতেছেন তা হয়তো তিনি সৃষ্টিকর্তার কাছেও আরজি জানাননি।

দ্বিতীয় লটারিতে তিনি জিতেছেন ৫ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় ৫ কোটি ৩২ লাখ ৪৫ হাজার টাকা।

মিশিগানের হিলসডেল কাউন্টির ৭৪ বছর বয়সী ওই ব্যক্তির বিস্তারিত পরিচয় প্রকাশ করেনি লটারি কর্তৃপক্ষ।

মার্কিন সংবাদমাধ্যম ইউপিআই এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ওই ব্যক্তি বলেন, “আমি ৪০ ডলার জেতার পর আরও টিকিট কিনেছিলাম। এরপর আমি আমার গাড়িতে উঠার সঙ্গে সঙ্গে টিকিটগুলো স্ক্র্যাচ করা শুরু করি। মোট ১৩টি টিকিট কিনেছিলাম। প্রথম ১২টি টিকিট স্ক্র্যাচ করার পর ১৩ নাম্বার টিকিটে এ পুরষ্কার পাই।”

তিনি আরও বলেন, “প্রথমে আমি ভেবেছিলাম যে ৫০০ ডলার জিতেছি। তাই আমি আমার চশমা লাগিয়ে টিকিটটি আবার দেখলাম, যাতে আমি সঠিকভাবে পড়তে পারি। যখন আমি বুঝতে পারলাম যে সত্যিই ৫ লাখ ডলার জিতেছি, তখন আমি বিশ্বাস করতে পারিনি! আমার স্ত্রী পাশেই ছিল। তাকে টিকিটটি দেখতে বললাম এবং তিনি নিশ্চিত করলেন যে আমি ৫ লাখ ডলার জিতেছি। তখন আমরা আমাদের পরিবারকে সুসংবাদ জানাতে ফোন করেছিলাম।”

পুরস্কারের অর্থ দিয়ে তিনি তার বাড়ির অসম্পূর্ণ কাজগুলো সম্পূর্ণ করবেন বলে জানিয়েছেন।

Link copied!