• ঢাকা
  • শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

AM ও PM যে কারণে ব্যবহৃত হয়


সংবাদ প্রকাশ ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০২৪, ০৪:৩৫ পিএম
AM ও PM যে কারণে ব্যবহৃত হয়
ছবি- সংগৃহীত

আমাদের ২৪ ঘন্টা সময়কে দুই ভাগে ভাগ করা হয়েছে। সাধারণত আমরা সকাল ১০ টাকে 10am ও দুপুর ১টাকে 1pm বলে থাকি। অর্থাৎ দুপুর ১১টা ৫৯ মিনিট পর্যন্ত সময় বোঝাতে লেখা হয়ে থাকে AM এবং দুপুর ১২টা থেকে সময় বোঝাতে ব্যবহার করা হয় PM।। জানেন কি এই এএম ও পিএম কী?

ল্যাটিন শব্দ Ante Meridiem এবং Post Meridiem-এর সংক্ষিপ্ত রূপই হলো এই AM এবং PM। অ্যান্টি মানে আগে, পোস্ট মানে পরে। আর মেরিডিয়েম অর্থ দুপুর। অর্থাৎ AM বলতে দুপুরের আগে এবং PM বলতে দুপুরের পরের সময় নির্দেশ করে।

AM এবং PM এর মধ্যে পার্থক্য থাকে দিনে ২৪ ঘন্টা। কিন্তু ঘড়িতে আছে মাত্র ১২টি সংখ্যা। বিশ্বের বেশিরভাগ দেশ আজ 24-ঘন্টা সিস্টেম ব্যবহার করে। তবে কিছু দেশ যেমন- মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা (ক্যুবেক বাদে), অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড এবং ফিলিপাইন সহ বেশ কয়েকটি দেশ 12-ঘন্টার ফর্ম্যাট ব্যবহৃত করে। এমনকি বাংলাদেশও ১২ ঘন্টা ফরম্যাটে চলে। আর এসব দেশে সময় সম্পর্কে স্পষ্ট ধারণা পেতেই এই এএম ও পিএম ব্যবহৃত হয়।

Link copied!