বাদাম স্বাস্থ্যের জন্য উপকারী। আর ত্বকের জন্য উপকারী হচ্ছে বাদাম তেল। ত্বকের উজ্জ্বলতা দিন দিন ফেকাসে হয়ে যাচ্ছে? নিয়মিত বাদাম তেল ব্যবহারে ফিরবে সেই উজ্জ্বলতা। ভিটামিন ই সমৃদ্ধ এই তেল ত্বকের নানা সমস্যা থেকে মুক্তি দিতে পারে। ডার্ক সার্কেল, ত্বকের কালো দাগ ছোপ, ত্বকে শুষ্কতা থেকে মুক্তি দিবে এই তেল। তবে এই তেল ব্যবহারের যথাযথ নিয়ম জানতে হবে। চলুন জেনে নেই বাদাম তেল ব্যবহারের কয়েকটি উপায়_
মেকআপ করলে ত্বকের উপর কেমিক্যালের প্রভাব পড়ে। সেই প্রভাব থেকে রক্ষা পেতে বাদাম তেল ব্যবহার করতে পারেন। মেকআপ তোলার পর হাতের আঙুলে বাদাম তেল নিয়ে মুখে আলতো করে ম্যাসাজ করুন। পুরো মুখে ভালোভাবে ম্যাসাজের পর হালকা গরম পানিতে তুলো ভিজিয়ে ভালো করে মুছে নিন। এতে মেকাআপ পুরোপুরি উঠে যাবে এবং ত্বকও উজ্জ্বল হবে।
বাদাম তেল ফেস ক্লিনজার হিসেবেও ব্যবহার করা যায়। বাদাম তেলে কিছু এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। এই মিশ্রণ মুখে লাগান। এতে মুখ পরিষ্কার হবে এবং চকচকে দেখাবে।
বাদাম তেল ত্বকের জন্য হতে পারে সেরা ময়েশ্চারাইজিং এজেন্ট। মুখ ভালোভাবে ধুয়ে পরিস্কার করে নিন। এরপর তোয়ালে দিয়ে মুখ মুছে আঙুলের সাহায্যে মুখে বাদাম তেল লাগিয়ে নিন। কিছুক্ষণ রেখে দিন। এতে ত্বকের মৃত কোষ দূর হবে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়বে।